Tokyo Paralympics 2020: জ্যাভলিনে জয়জয়কার, জোড়া পদক ভারতের

অবনীর সোনালী পারফরম্যান্সের পরেই জ্যাভলিনে জয়জয়কার ভারতের। 

Updated By: Aug 30, 2021, 12:05 PM IST
Tokyo Paralympics 2020: জ্যাভলিনে জয়জয়কার, জোড়া পদক ভারতের

নিজস্ব প্রতিবেদন: রবিবারের পদক জয়ের রেশ সোমবারেও অব্যাহত। টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ভারতীয় প্যারা অ্যাথালিটদের দুরন্ত পারফরম্যান্স। সোমের সকালে ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতে ইতিহাস লেখাই নয়, বিশ্বরেকর্ডও করেন অবনী লেখারা।

আরও পড়ুন: Tokyo Paralympics 2020: ফের সাফল্য, শুটিংয়ে সোনা জয় করে বিশ্বরেকর্ড অবনীর

অবনীর সোনালী পারফরম্যান্সের পরেই  জ্যাভলিনে জয়জয়কার ভারতের। এই ইভেন্টে জোড়া পদক চলে আসে ভারতের। জ্যাভলিন মহাতারকা দেবেন্দ্র ঝাঝারিয়া রুপো ও সুন্দর সিং গুরজর ব্রোঞ্জ জেতেন এফ ফোরটিসিক্স ইভেন্টে। ২০০৪ সালে এথেন্সে প্রথম সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর রিওতে সোনা জেতেন তিনি। এবার টোকিওতেও তাঁর ঝুলিতে চলে এল রুপো। প্যারালিম্পিক্সে সর্বকালের সেরা সেরা হওয়ার দৌড়ে থাকলেন দেবেন্দ্র। তারওপর টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ছিল প্রত্যাশা।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.