Harshal Patel: 'ধোকা হুয়া মেরে সাথ'! বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বিস্ফোরক হর্ষল
ক্ষোভে ফুঁসছেন হর্ষল প্যাটেল (Harshal Patel)
নিজস্ব প্রতিবেদন: আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি বিশ্বাসঘাতকতা করেছে হর্ষল প্যাটেলের (Harshal Patel) সঙ্গে! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) তারকা পেসার! আহমেদাবাদের বছর একত্রিশের বাসিন্দা এমনটাই বলেছেন গৌরব কাপুরের (Gaurav Kapur) ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স (Breakfast with Champions) শো-তে।
চলতি বছর আইপিএল নিলামের আগে আরসিবি বিরাট কোহলি (১৫ কোটি টাকা), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি টাকা) ও মহম্মদ সিরাজকে (৭ কোটি টাকা) ধরে রেখেছিল। ৫৭ কোটি টাকা নিয়ে নিলামে নেমে আরসিবি ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় খরচ করে ফের হর্ষলকে ঘরে ফেরায়। গত মরশুমে আইপিএলে (IPL 2021) বল হাতে কামাল করেছিলেন হর্ষল। এরপর পিছন ফিরে তাকাতে হয়নি প্যাটেলকে। জাতীয় দলেও দরজা খুলে যায় এই জোরে বোলারের।
যদিও হর্ষল বলছেন যে, তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন ২০১৮ সাল। ২০১৭-১৭ পর্যন্ত আরসিবি-তে খেলে হর্ষল ২০১৮-২০ পর্যন্ত খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের (অধুনা দিল্লি ক্যাপিটালস) জার্সিতে। তিন বছরে দিল্লির জার্সিতে ১২ উইকেট পান হর্ষল। "২০১৮ আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির তিন থেকে চারজন আমাকে বলেছিলেন যে, তাঁরা নিলামে আমাকে দলে নেবে। কিন্তু সেই সময় কেউ আমাকে নিতে চায়নি। তখন মনে হয়েছিল, আমি বিশ্বাসঘাতকতার শিকার হলাম। ইয়ে তো ঝুট বোলে হেয়, ধোকা হুয়া মেরে সাথ, (তাঁরা মিথ্যা বলেছিল, আমাকে ধোকা দিয়েছিল)।"
গত মরশুমে হর্ষল ১৫ ম্যাচে ৩২ উইকেট নিয়ে মাথায় তুলেছিলেন বেগুনি টুপি। ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোর (Dwayne Bravo) সঙ্গে যুগ্ম ভাবে আইপিএলের একটি আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়েন আহমেদাবাদের বছর একত্রিশের জোরে বোলার। রাতারাতি আইপিএল সেনসেশন হয়ে যাওয়া হর্ষল দেশের জার্সিতে স্বপ্নের অভিষেক করেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে চার ওভার বল করে ২৫ রানের বদলে তুলে নিয়েছিলেন জোড়া উইকেট। হন ম্যাচের সেরাও। আইপিএলের রাস্তা থেকে সোজা আন্তর্জাতিক ক্রিকেটে ঢুকে পড়েন।
আরও পড়ুন: IPL 2022, RR VS RCB: ঐতিহাসিক মাইলস্টোনের সামনে R Ashwin-Yuzvendra Chahal
আরও পড়ুন: IPL 2022: বাটলার থেকে বিরাট! দেখুন এখনও পর্যন্ত আইপিএলের সুপারহিট থেকে সুপারফ্লপ