বিশ্বকাপে যুবরাজের বাদের পিছনে ধোনির ভূমিকা ছিল, অভিযোগ যুবির বাবার
বিশ্বকাপে ভারতীয় দলে ঠাঁই হয়নি গতবারের ম্যান অফ দি টুর্নামেন্ট যুবরাজ সিংয়ের। যুবির এই বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর বাবা তথা প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। যোগরাজ অভিযোগ করেন বিশ্বকাপে যুবরাজের বাদ পড়ার পিছনে হাত রয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
ওয়েব ডেস্ক: বিশ্বকাপে ভারতীয় দলে ঠাঁই হয়নি গতবারের ম্যান অফ দি টুর্নামেন্ট যুবরাজ সিংয়ের। যুবির এই বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর বাবা তথা প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। যোগরাজ অভিযোগ করেন বিশ্বকাপে যুবরাজের বাদ পড়ার পিছনে হাত রয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
যুবির সঙ্গে ধোনির ব্যক্তিগত সম্পর্ক খারাপ হওয়ার জন্যই তাঁর ছেলেকে বিশ্বকাপে বাদ পড়তে হল বলে অভিযোগ করলেন যোগরাজ। তবে এরপরেও ধোনির নেতৃত্বে খেলা ভারতীয় দলের জন্য শুভকামনা জানিয়ে যোগরাজ বলেছেন, 'ধোনির সঙ্গে আমার ছেলে ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকার জন্য আমি কিছু করব না। ভগবান এর বিচার করবে।''
আজই আইপিএল-৮-এর নিলাম রেকর্ড ১৬ কোটি টাকায় দিল্লি ডেয়ারডেভিলসে গেলেন যুবরাজ।
বিশ্বকাপ দল নির্বাচনের আগে রঞ্জি ট্রফিতে বেশ ভাল পারফরম্যান্স করেছিলেন যুবি, চোট ছিল রবীন্দ্র জাদেজার। কিন্তু এরপরেও যুবির নাম বিবেচিত হয়নি।