জো`বার্গে প্রোটিয়াদের কাছে শোচনীয়ভাবে সিরিজ হারের পর ভারত অধিনায়কের কাঠগোড়ায় ব্যাটসম্যানরা
জোহানেসবার্গে হারের পর বোলারদের দুষেছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ডারবানে সিরিজ হারের পর তির বদলে এবার ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন ভারত অধিনায়ক। একঝাঁক সিনিয়ারের অনুপস্থিতিতে ভারতের তরুণ ব্রিডেগের কাছে দঃ আফ্রিকা সফরই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আপাতত ফেল কোহলি,রোহিতরা।
জোহানেসবার্গে হারের পর বোলারদের দুষেছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ডারবানে সিরিজ হারের পর তির বদলে এবার ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন ভারত অধিনায়ক। একঝাঁক সিনিয়ারের অনুপস্থিতিতে ভারতের তরুণ ব্রিডেগের কাছে দঃ আফ্রিকা সফরই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আপাতত ফেল কোহলি,রোহিতরা।
ডারবানের পাটা পিচে ২৮১ রান তাড়া করতে নেমে মাত্র ১৪৬ রানে অল আউট হয়ে যায় ভারত। ৩৫.১ ওভারেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। সেখানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটই পড়েছিল ৩৬ ওভারে। তাঁর দলের মিডল অর্ডার যে একেবারে প্রত্যাশিত ছন্দে খেলতে পারেননি তা মানছেন ধোনি। রায়না,জাডেদাদের ব্যর্থতার সম্ভাব্য কারণও বাতলাচ্ছেন ভারত অধিনায়ক।
ধোনির মতে,ঘরের মাঠে মিডল অর্ডার সেভাবে পরীক্ষিত হয়নি। এখানে দ্রুত ওপেনার-রা আউট হয়ে যাওযায় চাপের মুখে পড়ে যাচ্ছেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ধোনি মনে করেন, ডারবানের উইকেট পাটা ছিল । ফলে বোলাররাও সেভাবে সুবিধা করতে পারেননি। রোহিত, কোহলিদের পারফরম্যান্সে তিনি যে মোটেই খুশি নন , তা খোলাখুলি জানাচ্ছেন নিজেও চাপের মধ্যে থাকা ধোনি। তবে বোলারদের পারফরম্যান্সের উন্নতিতে সন্তুষ্ট মাহি। স্পিনার-রা তো বটেই, পরের দিকে সামি-রা যেভাবে কামব্যাক করেছেন,তাতে বেশ আশ্বস্ত ভারত অধিনায়ক। এক দিনের সিরিজ হাতছাড়া হয়েছে, সামনেই টেস্ট সিরিজ। ভারতীয় ব্যাটিংলাইন আপের সামনে যে আরও কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলাই বাহুল্য।