নতুন নিয়মে ব্যাট নিয়ে বিপাকে ধোনি, গেইল, ওযার্নাররা

Updated By: Jul 21, 2017, 12:10 PM IST
নতুন নিয়মে ব্যাট নিয়ে বিপাকে ধোনি, গেইল, ওযার্নাররা

ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে কি দেখা যাবে সেই বিশাল ছক্কা? ব্যাট হাতে কি বাইশ গজে ফের দেখা যাবে ক্রিশ গেইলের তান্ডব। তা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়ে গেল। আসলে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের নতুন নিয়মে ব্যাট নিয়ে বিপাকে মহেন্দ্র সিং ধোনি, ক্রিস গেইল, ডেভিড ওযার্নাররা। আরও পড়ুন- দুর্নীতির অভিযোগে সমন পেলেন নাইট রাইডার্স মালিক শাহরুখ খান

সম্প্রতি এমসিসির বৈঠকে ঠিক হয়েছে সাতষট্টি মিলিমিটারের বেশি লম্বা ব্যাট ব্যবহার করা যাবে না। এমনকি চল্লিশ মিটারের বেশি চওড়াও যেন না হয় ব্যাট। আর এতেই বিপাকে মাহি, গেইলরা। কারণ এরা প্রত্যেকেই কিছুটা বড় মাপের ব্যাট নিয়েই খেলে থাকেন। ধোনি পঁয়তাল্লিশ মিলিমিটার চওড়া ব্যাট ব্যবহার করেন। কিন্তু পয়লা অক্টোবর থেকে পাঁচ মিলিমিটার কম চওড়া ব্যাট নিয়ে তাকে খেলতে হবে। যদিও শ্রীলঙ্কা সফরে ধোনি তার পুরনো ব্যাট ব্যবহার করতে পারবেন। ঠিক একইরকম সমস্যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও। নতুন নিয়মে ওয়ার্নারের ব্যাটও আঠেরো মিলিমিটার পাতলা করতে হবে। গেইলের লম্বা চওড়া ব্যাটও আর দেখা যাবে না। আরও পড়ুন- স্বপ্নের একাদশে ওপেনিং পার্টনার হিসেবে গেইল বিশ্বের কাকে চান জানেন?

.