ধোনি যখন বাঁশিওয়ালা

মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের সেরা উইকেট রক্ষক, বিশ্বের শ্রেষ্ঠ ফিনিশার, ভারতের সবথেকে বেশি ম্যাচ জয়ী অধিনায়ক। দুটি বিশ্বকাপ আর একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, সবই জানা আপানার। ধোনি ভালো বাইক চালান, এটাও নিশ্চয়ই জানা। তবে এটা কি জানেন ধোনি খুব ভালো বাঁশি বাজান? না, এর আগে কখনও ধোনির এই প্রতিভা সামনে আসেনি। আর সামনে আসতও না, যদি না, ভারতীয় দলে ধোনির সতীর্থ সুরেশ রায়না ক্যাপ্টেন কুলের জন্মদিনে একটি অবাক করে দেওয়া টুইট না করেতেন। 

Updated By: Jul 9, 2016, 12:28 PM IST
ধোনি যখন বাঁশিওয়ালা

ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের সেরা উইকেট রক্ষক, বিশ্বের শ্রেষ্ঠ ফিনিশার, ভারতের সবথেকে বেশি ম্যাচ জয়ী অধিনায়ক। দুটি বিশ্বকাপ আর একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, সবই জানা আপানার। ধোনি ভালো বাইক চালান, এটাও নিশ্চয়ই জানা। তবে এটা কি জানেন ধোনি খুব ভালো বাঁশি বাজান? না, এর আগে কখনও ধোনির এই প্রতিভা সামনে আসেনি। আর সামনে আসতও না, যদি না, ভারতীয় দলে ধোনির সতীর্থ সুরেশ রায়না ক্যাপ্টেন কুলের জন্মদিনে একটি অবাক করে দেওয়া টুইট না করেতেন। 

যে তিন বিশ্বরেকর্ড গড়ার দোরগোড়ায় ধোনি

দেখুন সেই টুইট আর শুনুন বাঁশিওয়ালার সুর-

.