জয়ে ফিরল ইস্টবেঙ্গল
মুম্বই এফ সি-কে হারিয়ে এবারের আই লিগের প্রথম জয় পেল গতবারের রানার্সরা। এক গোলে পিছিয়ে পড়েও চার-এক গোলে দুরন্ত জয় পেলেন টোলগেরা। বুধবারও পেনের পরিবর্তে অ্যালান গওকেই প্রথম একাদশে রেখেছিলেন কোচ মরগ্যান।
মুম্বই এফ সি-কে হারিয়ে এবারের আই লিগের প্রথম জয় পেল গতবারের রানার্সরা। এক গোলে পিছিয়ে পড়েও চার-এক গোলে দুরন্ত জয় পেলেন টোলগেরা। বুধবারও পেনের পরিবর্তে অ্যালান গওকেই প্রথম একাদশে রেখেছিলেন কোচ মরগ্যান। প্রথমার্ধে একেবারেই ছন্দে পাওযা যায়নি খাবরা,টোলগেদের। দুরন্ত গোল করে মুম্বই এফ সি-কে এগিয়ে দেন কুট্টিমণি। দ্বিতীয়ার্ধে মরগ্যানের দুটো পরিবর্তন ম্যাচে ফেরায় ইস্টবেঙ্গলকে। ওপারাকে তুলে গুরবিন্দরকে মাঠে নামান ট্রেভর।মাঝমাঠে পেন ফিরতেই চেনা ছন্দে লাল-হলুদ জার্সি। দুরন্ত গোলে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান সঞ্জু প্রধান।তারপরই টোলগের গোলে এগিয়ে যায় গতবারের আই লিগ রানার্সরা। চলতি মরসুমে অসি গোলমেশিনের এটা প্রথম গোল। ভাসুমের গোল ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে দেয়। খেলার ইনজুরি টাইমে নিজের ট্রেডমার্ক ফ্রিকিক থেকে গোল করে স্কোরশিটে নিজের নাম লেখান স্কটিশ অ্যালান গও। তিন ম্যাচ পর ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল চার।