শেষ ষোলোয় বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল বার্সেলোনা। লা লিগায় মায়োরকার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পরের ম্যাচেই আবার হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। চ্যাম্পিয়ন্স লিগে মেসির হ্যাটট্রিকের সৌজন্যেই ভিক্টোরিয়া পিজানকে চার-শূন্য গোলে হারাল বার্সেলোনা।

Updated By: Nov 2, 2011, 08:32 PM IST

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল বার্সেলোনা। লা লিগায় মায়োরকার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পরের ম্যাচেই আবার হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনীয় সুপারস্টার।
চ্যাম্পিয়ন্স লিগে মেসির হ্যাটট্রিকের সৌজন্যেই ভিক্টোরিয়া পিজানকে চার-শূন্য গোলে হারাল বার্সেলোনা। প্রথমার্ধে মেসির জোড়া গোলে দুই-শূন্য গোলে এগিয়ে ছিল ইউরোপ সেরারা। চব্বিশ মিনিটে নিজের প্রথম গোল করার সঙ্গে সঙ্গেই বার্সার জার্সি গায়ে দুশো গোল করার কৃতিত্ব অর্জন করেন বিশ্ব ফুটবলের সেরা তারকা মেসি। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে নিজের হ্যাটট্রিক সেরে ফেলেন লিওনেল মেসি।মেসির রেকর্ডের পাশাপাশি,নজির গড়েন বার্সা গোলকিপার ভিক্টর ভালদেজও। আটশো চব্বিশ মিনিট গোল না খাওয়ার কৃতিত্ব অর্জন করেন বার্সা গোলকিপার।

.