East Bengal | ISL 2022-23: জামশেদপুরে জ্বলল লাল-হলুদ মশাল! বড় ব্যবধানে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের

East Bengal: আইএসএলে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। কনস্ট্যানটাইনের শিষ্যরা ৩-১ হারিয়ে দিল জামশেদপুর এফসি-কে। ফের জ্বলল লাল-হলুদ মশাল।

Updated By: Nov 27, 2022, 10:03 PM IST
East Bengal | ISL 2022-23: জামশেদপুরে জ্বলল লাল-হলুদ মশাল! বড় ব্যবধানে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের
গোলের পর ক্লেটনদের উচ্ছ্বাস। ছবি-আইএসএল

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) মাঝেও পুরোদমে চলছে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League, ISL 2022-23)। শনিবার এটিকে মোহনবাগানের ( ATKMB) পর রবিবার অর্থাৎ আজ জিতল ইস্টবেঙ্গল (East Bengal)। এদিন সন্ধ্যায় ফের জ্বলল লাল-হলুদ মশাল। জামশেদপুরে গিয়ে ইস্টবেঙ্গল (Jamshedpur FC vs East Bengal) তাদের ৩-১ ব্যবধানে হারিয়ে দিল। ফের জয়ের মুখ দেখল জিততে ভুলে যাওয়া লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব। এদিন জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আক্রমণাত্মক ফুটবল খেলে পুরো তিন পয়েন্ট তুলে আনল স্টিফেন কনস্ট্যানটাইনের শিষ্যরা (Stephen Constantine)। স্কোরশিটে নাম লেখালেন ভিপি সুহের, জোড়া গোল করলেন ক্লেটন সিলভা। আজকের ম্যাচের আগে এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল-জামশেদপুর চারবার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে একবার করে জিতেছে দুই দলই। বাকি দু’টি ম্যাচ ড্র হয়ে যায়। পঞ্চম সাক্ষাতে শেষ হাসি হাসল লাল-হলুদ।

আরও পড়ুনISL 2022-23, ATKMB vs HFC: হুগো বৌমসের গোলে ঘরের মাঠে নিজামের শহরের বিরুদ্ধে জয়, চারে উঠে এল এটিকে মোহনবাগান

এদিন দুই অর্ধ মিলিয়েই সব দিক থেকে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। এক কথায় চলতি মরসুমের সেরা ম্যাচ খেলল লাল-হলুদ ব্রিগেড। এদিন শুরু থেকেই কনস্ট্যানটাইনের শিষ্যরা আক্রমণাত্মক ফুটবলের রাস্তাই বেছে নিয়েছিল। শুরুতেই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। মহেশের ক্রস থেকে ভিপি সুহের দুরন্ত হেডে গোল করে এগিয়ে দেন দলকে। ইস্টবেঙ্গল প্রথম পাঁচ মিনিটের মধ্যেই চলে আসে ড্রাইভারের সিটে। ১৩ মিনিটে ফের এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু অফসাইডে বাতিল হয়ে যায় গোল। কিন্তু ইস্টবেঙ্গল কোনও ভাবেই দমে যায়নি। ২৬ মিনিটে ক্লেটন ব্যবধান বাড়ান। এবারও সেই গোলে অবদান রাখেন মহেশ। বিরতির ঠিক আগে পেনাল্টিতে গোল করে ব্যবধান কমায় জামশেদপুর। এম্যানুয়েল থমাস ৪০ মিনিটে স্কোরলাইন ২-১ করেন। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ফের ক্লেটন গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ৩-১ ব্যবধানে। এবারও অবদান সেই মহেশের। এরপর জামশেদপুর আক্রমণ চালিয়েও লাল-হলুদের রক্ষণ ভেঙে গোল করতে পারেনি। ইস্টবেঙ্গলও চেয়েছিল আরও গোল করতে। নির্ধারিত সময়ের পর রেফারি আরও অতিরিক্ত ছয় মিনিট খেলা চালান। কিন্ত তাতেও স্কোরলাইনে পরিবর্তন আসেনি কোনও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.