অবনমন বাঁচানোর লড়াইয়ে পঞ্জাবের বিরুদ্ধে খড়কুটোর ১ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল

 দুরন্ত গোলকিপিং করে ইস্টবেঙ্গলকে এক পয়েন্ট নিশ্চিত করেন মির্শাদ। 

Updated By: Feb 13, 2020, 09:30 PM IST
অবনমন বাঁচানোর লড়াইয়ে পঞ্জাবের বিরুদ্ধে খড়কুটোর ১ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিবেদন: খারাপ সময় যেন কাটতেই চাইছে না ইস্টবেঙ্গলের। ঘরের মাঠে ফের জয় অধরা লাল-হলুদের। ক্রোমার গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না ইস্টবেঙ্গল। পঞ্জাব এফসি-র সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করল মারিও রিভেরার দল। অবনমনের লড়াইয়ে ১ পয়েন্ট পেয়ে এক ধাপ উঠে ৯ নম্বরে থাকল ইস্টবেঙ্গল।

কেভিন লোবো,ডিকাদের বিরুদ্ধে হারতেই পারত লাল-হলুদ। দুরন্ত গোলকিপিং করে ইস্টবেঙ্গলকে এক পয়েন্ট নিশ্চিত করেন মির্শাদ। খেলার শুরুতেই ক্রোমার গোলে এগিয়ে যায় লাল-হলুদ। হুয়ান মেরাকে ছাড়াই তখন ঝকঝকে লাগছিল ইস্টবেঙ্গলকে। কিন্তু বিরতির আগেই গিরিক খোসলা সমতায় ফেরান বাজাজের দলকে।

দ্বিতীয়ার্ধে দু'দলই জয়ের জন্য ঝাঁপায়। গোলকিপারকে কাটিয়েও গোল করতে ব্যর্থ হন ম্যাচের সেরা ক্রোমা। লাইবেরিয়ান স্ট্রাইকারের শট গোললাইন থেকে বাঁচান পঞ্জাবের ডিফেন্ডার। পরিবর্ত হিসাবে নেমে গোলের সহজ সুযোগ নষ্ট করেন পঞ্জাবের ডিকাও। শেষদিকে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় পঞ্জাবের দলটি। লাল-হলুদকে বাঁচায় মির্শাদের হাত। এগারো ম্যাচে বারো পয়েন্ট পেয়ে নয় নম্বরে থাকল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের পরে শুধু নেরোকা ও অ্যারোজ। 

আরও পডুন- প্রভাসের সঙ্গে ব্রেক-আপ! ভারতীয় ক্রিকেটারের সঙ্গে অনুষ্কার সম্পর্ক নিয়ে গুঞ্জন

.