East Bengal | CFL 2024: রেল উড়িয়ে মগডালে মশালবাহিনী, ঘরোয়া লিগে অপরাজিত জেসিন টিকেরা
East Bengal FC vs Eastern Railway SC : নেক্সট জেন কাপ খেলে ইস্টবেঙ্গলের ইয়ং ব্রিগেড ফের ঘরোয়া লিগে নেমে পড়ল। সাময়িক বিরতির পর ফিরেই দারুণ জয় লাল-হলুদের।
শুভপম সাহা | Updated By: Aug 9, 2024, 05:35 PM IST
দারুণ জয় ইস্টবেঙ্গলের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইস্টার্ন রেলের বিরুদ্ধে নামার আগের দিন, কোচ বিনো জর্জ বলেছিলেন যে, তিনি ম্য়াচ ধরে ধরে ভাবছেন। তাঁর আপাতত লক্ষ্য় ইস্টার্ন রেলকে হারিয়ে কলকাতা লিগে ( CFL 2024) গ্রুপ 'বি'-তে শীর্ষে ওঠা। বিনোর শিষ্য়রা তাঁর কথা রাখলেন। ঘরের মাঠে রেলকে ৩-০ গোলে হারিয়ে ইস্টবেঙ্গল চলে গেল গ্রুপে সবার উপরে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট চলে এল লাল-হলুদের ঝুলিতে। আর এর সঙ্গেই লিগে অপরাজিত থাকল ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল দারুণ আধিপত্য় নিয়ে খেলেছিল। গোলের একাধিক সুযোগও তৈরি করেছিলেন ফুটবলাররা। তবে ৭৭ মিনিটে জেসিন টিকে কাজের কাজ করে বেরিয়ে যান। তাঁর গোলেই ইস্টবেঙ্গল রেলের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। একদিকে ডুরান্ড কাপ, অন্য়দিকে ঘরোয়া লিগ। লাল-হলুদ জুনিয়র-সিনিয়র ব্রিগেড কিন্তু দারুণ খেলছে। একথা বলাই যায়।
বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.