East Bengal | CFL 2024: রেল উড়িয়ে মগডালে মশালবাহিনী, ঘরোয়া লিগে অপরাজিত জেসিন টিকেরা

East Bengal FC vs Eastern Railway SC : নেক্সট জেন কাপ খেলে ইস্টবেঙ্গলের ইয়ং ব্রিগেড ফের ঘরোয়া লিগে নেমে পড়ল। সাময়িক বিরতির পর ফিরেই দারুণ জয় লাল-হলুদের।  

Updated By: Aug 9, 2024, 05:35 PM IST
East Bengal | CFL 2024: রেল উড়িয়ে মগডালে মশালবাহিনী, ঘরোয়া লিগে অপরাজিত জেসিন টিকেরা
দারুণ জয় ইস্টবেঙ্গলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইস্টার্ন রেলের বিরুদ্ধে নামার আগের দিন, কোচ বিনো জর্জ বলেছিলেন যে, তিনি ম্য়াচ ধরে ধরে ভাবছেন। তাঁর আপাতত লক্ষ্য় ইস্টার্ন রেলকে হারিয়ে কলকাতা লিগে ( CFL 2024) গ্রুপ 'বি'-তে শীর্ষে ওঠা। বিনোর শিষ্য়রা তাঁর কথা রাখলেন। ঘরের মাঠে রেলকে ৩-০ গোলে হারিয়ে ইস্টবেঙ্গল চলে গেল গ্রুপে সবার উপরে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট চলে এল লাল-হলুদের ঝুলিতে। আর এর সঙ্গেই লিগে অপরাজিত থাকল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: 'যে সোনা পেয়েছে সে-ও আমাদের ছেলে', নীরজের মায়ের কথায় চোখ ভিজবে আপনারও

দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল দারুণ আধিপত্য় নিয়ে খেলেছিল। গোলের একাধিক সুযোগও তৈরি করেছিলেন ফুটবলাররা। তবে ৭৭ মিনিটে জেসিন টিকে কাজের কাজ করে বেরিয়ে যান। তাঁর গোলেই ইস্টবেঙ্গল রেলের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। একদিকে ডুরান্ড কাপ, অন্য়দিকে ঘরোয়া লিগ। লাল-হলুদ জুনিয়র-সিনিয়র ব্রিগেড কিন্তু দারুণ খেলছে। একথা বলাই যায়। 

 আরও পড়ুন: আজ মলিনার জন্মদিন, কামিন্সরা কী দিলেন কোচকে? উপহারে থাকল ৬-০ জয়
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.