বড় ডার্বি জিতে ছোট ডার্বিতে পা পিছলে গেল ইস্টবেঙ্গলের

বড় ডার্বি জয়ের পরের ম্যাচেই মিনি ডার্বিতে ইউনাইটেড স্পোর্টসের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়া হল না ইস্টবেঙ্গলের।

Updated By: Nov 28, 2013, 08:12 PM IST

ইস্টবেঙ্গল (১) ইউনাইটেড স্পোর্টস (১)
(চিডি, ৩০ মিনিট) (ধনচন্দ্র, ৬০ মিনিট)

বড় ডার্বি জয়ের পরের ম্যাচেই মিনি ডার্বিতে ইউনাইটেড স্পোর্টসের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়া হল না ইস্টবেঙ্গলের।

এলকো সাটোরির দলের সঙ্গে কোলাসোর দলের লড়াইয়ের ফল ১-১। খেলার ৩০ মিনিটে ভুতুড়ে গোলের কথা মনে পড়িয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন চিডি। তাঁর গড়ানো শট গোলের ভিতর ঢুকে নেটের ফুটো দিয়ে বেড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে গোলটি শোধ করে দেন ধনচন্দ্র কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে। ম্যাচে গোটা দুই সহজ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল।কিন্তু চিডি,সুয়েকারা ফাঁকা গোলে বল ঠেলতে না পারায় পরপর দুটো ম্যাচে জয় পাওয়া থেকে বঞ্চিত হলেন আর্মান্দো কোলাসো।

গোল পেলেও চিডির গোল মিসের বহর তাঁকে চিন্তায় রাখবে। যদিও একটি পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন চিডি। বক্সের মধ্যে তাঁকে পা টেনে ফেলে দিয়েছিলেন ইউনাইটেড গোলরক্ষক ঈশান দেবনাথ।

.