আই লিগে আবার পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল

প্রথম ম্যাচে চার্চিলের কাছে হারের পর,শনিবার যুবভারতীতে প্রয়াগের বিরুদ্ধে বলজিতের গোলে হার বাঁচাল আই লিগে গতবারের রানার্সরা।

Updated By: Oct 29, 2011, 06:21 PM IST

প্রথম ম্যাচে চার্চিলের কাছে হারের পর,শনিবার যুবভারতীতে প্রয়াগের বিরুদ্ধে বলজিতের গোলে হার বাঁচাল আই লিগে গতবারের রানার্সরা। গত মরসুমে দুরন্ত পারফরম্যান্স করা ইস্টবেঙ্গলের কাছে গাঁট হয়ে উঠেছিল ইউনাইটেড স্পোর্টস।এবারও সেই ট্র্যাডিশন বজায় রাখল তারা। কোচ মরগ্যানের স্ট্র্যাটেজিতে আরও একবার ডুবতে হল ইস্টবেঙ্গলকে।পেনের জায়গায় প্রথম একাদশে খেলেন স্কটিশ অ্যালান গও। মরগ্যান খেলাননি রবিন সিংকেও।তার উপর মাঝমাঠে মেহেতাব না থাকায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখান লালকমল,ডেনসনরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইয়াকুবুর দুরন্ত গোলে এগিয়ে যায় প্রয়াগ ইউনাইটেড।ভিনসেন্ট সুযোগ নষ্ট না করলে,ব্যবধান বাড়াতে পারত সঞ্জয় সেনের ছেলেরা।গোলের জন্য মরিয়া ইস্টবেঙ্গল কোচ মাঠে নামান বলজিত আর ওরজি পেনকে।জোড়া পরিবর্তনে কিছুটা হলেও ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল।গোলের সহজ সুযোগ নষ্ট করেন অধিনায়ক সঞ্জু প্রধান।শেষপর্যন্ত বলজিতের দুরন্ত গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল।আই লিগের শুরুতেই  ইস্টবেঙ্গলের পারফরম্যান্স কিন্তু যথেষ্ট চিন্তায় রাখবে লাল-হলুদ কোচকে।বিশেষ করে অ্যালান গওয়ের পারফরম্যান্স।নতুন জায়গাতেও শনিবার হতাশ করলেন স্কটিশ স্ট্রাইকার।

.