শনিবারের মেগাম্যাচে সুভাষকে সমীহ মরগ্যানদের

শনিবার মারগাঁওতে ভারতীয় ফুটবলের দুই সেরা কোচের লড়াই। ফতোরদা স্টেডিয়ামে মাঠের মাঝখানে যেমন বেটো আর মেহেতাবদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে, তেমনই নজর থাকবে রিজার্ভ বেঞ্চে বসে দুই অভিজ্ঞ কোচ মরগ্যান আর সুভাষ ভৌমিকের স্ট্র্যাটেজির লড়াইয়ের দিকেও। ফেডকাপে ভৌমিকের চার্চিলকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। আই লিগের মেগা ম্যাচকে অবশ্য তাঁর আর সুভাষ ভৌমিকের লড়াই হিসাবে দেখতে নারাজ মরগ্যান। তবে শনিবারের ম্যাচে অভিজ্ঞ সুভাষ ভৌমিক একটা ফ্যাক্টর হতে পারে বলে মানছেন লাল-হলুদ অধিনায়ক সঞ্জু প্রধান।

Updated By: Nov 14, 2012, 08:15 PM IST

শনিবার মারগাঁওতে ভারতীয় ফুটবলের দুই সেরা কোচের লড়াই। ফতোরদা স্টেডিয়ামে মাঠের মাঝখানে যেমন বেটো আর মেহেতাবদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে, তেমনই নজর থাকবে রিজার্ভ বেঞ্চে বসে দুই অভিজ্ঞ কোচ মরগ্যান আর সুভাষ ভৌমিকের স্ট্র্যাটেজির লড়াইয়ের দিকেও। ফেডকাপে ভৌমিকের চার্চিলকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। আই লিগের মেগা ম্যাচকে অবশ্য তাঁর আর সুভাষ ভৌমিকের লড়াই হিসাবে দেখতে নারাজ মরগ্যান। তবে শনিবারের ম্যাচে অভিজ্ঞ সুভাষ ভৌমিক একটা ফ্যাক্টর হতে পারে বলে মানছেন লাল-হলুদ অধিনায়ক সঞ্জু প্রধান।
 
ফেডারেশন কাপ সেমিফাইনালে পরিবর্ত হিসাবে ডিকা-কে নামিয়ে বাজিমাত করেছিলেন মরগ্যান।লাল-হলুদ ফুটবলাররা বলছেন,এই ধরণের হাড্ডাহাড্ডি ম্যাচে কোচের একটা চাল পার্থক্য গড়ে দিতে পারে। চার্চিল ম্যাচ খেলতে বৃহস্পতিবার সকালেই শহর ছাড়ছে ইস্টবেঙ্গল। শনিবার মারগাঁওতে লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হচ্ছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের মত আই লিগের শুরুটা দুরন্ত করেছে গোয়ার দলটি। মরগ্যান বলছেন, দুই দলেই ভাল ফুটবলার রয়েছে। চার্চিল ম্যাচ জিততে ডেম্পো ম্যাচের প্রথমার্ধের পারফরম্যান্স গোটা ম্যাচে করতে চান লাল-হলুদ কোচ।
ইস্টবেঙ্গল কোচ বলছেন, এবারের লিগে যেকোনও দল যেকোনও দিন জিততে পারে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে পেন-মেহেতাবরা যে সবসময় সেরা পারফরম্যান্স তুলে ধরেন তাও মনে করিয়ে দিচ্ছেন মরগ্যান। পুণেয় এয়ার ইন্ডিয়াকে হারিয়ে আসার পর আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল শিবির মনে করছে,এই ধরণের হাড্ডাহাড্ডি ম্যাচে যে দল সবচেয়ে কম ভুল করবে, সেই দলই বাজিমাত করবে।
কোচ ট্রেভর মরগ্যানের পছন্দ হলেও আই লিগের প্রথম পর্বে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ান স্ট্রাইকার অ্যান্ড্রু বোরিসিচের। শুক্রবারই গোয়ায় পৌঁছচ্ছেন তিনি। রবিবার কলকাতায় পৌঁছে, সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়বেন বোরিসিচ। বৃহস্পতিবার পর্যন্ত অনুশীলন করে ২৫ বা ২৬ তারিখ অস্ট্রেলিয়া ফিরে যাবেন অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার। তবে মরগ্যান পরিষ্কার বলছেন, বোরিসিচ ইন্দোনেশিয়ার যে দলে খেলেন, সেখানে চুক্তি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। তাই জানুযায়ীর আগে তাঁকে কিছুতেই সই করানো সম্ভব নয়।
 
চারদিন অনুশীলন দেখেই অ্যান্ড্রু বোরিসিচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান মরগ্যান।তবে লাল-হলুদ কোচ পরিষ্কার করে দিচ্ছেন,তাদের পছন্দ হওযার পাশাপাশি,অসি স্ট্রাইকারেরও ইস্টবেঙ্গলকে পছন্দ হওযা জরুরি।

.