East Bengal: ১২ বছর পর ক্লাবে ট্রফি, হল বর্তমান-প্রাক্তনদের পুনর্মিলন, ক্লেটনরা কত টাকা পেলেন?

East Bengal Team Gets Rs 15 Lacks For Winning Kalinga Super Cup 2024: কলিঙ্গ সুপার কাপ জেতার জন্য় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কুয়াদ্রাত-ক্লেটনদের তুলে দেওয়া হল নগদ পুরস্কার।

Updated By: Feb 27, 2024, 05:33 PM IST
East Bengal: ১২ বছর পর ক্লাবে ট্রফি, হল বর্তমান-প্রাক্তনদের পুনর্মিলন, ক্লেটনরা কত টাকা পেলেন?
অনুষ্ঠানে ক্লেটন-কুয়াদ্রাতের সঙ্গেই অরূপ-ফিরহাদ, ছবি সৌজন্য়ে- ইস্টবেঙ্গল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৮ জানুয়ারি ২০২৪। এই তারিখ কখনই ভুলতে পারবেন না ইস্টবেঙ্গলের (East Bengal) আপামর সমর্থকরা। ইস্টবেঙ্গল ১২ বছর পর কোনও সর্বভারতীয় ট্রফি জিতেছিল। তার আগে ২০১২ সালে ফেডারেশন কাপ জিতেছিল লাল-হলুদ। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) শিষ্য়রা ৩-২ গোলে ওড়িশা এফসিকে (Odisha FC) হারিয়ে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2024 Final) চ্য়াম্পিয়ন হয়েছিলেন। বাঁধনভাঙা উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন সমর্থকরা। 

আরও পড়ুন: East Bengal: ১২ বছর পর ট্রফি লাল-হলুদের, ওড়িশাকে হারিয়ে সুপার কাপ, করে দেখালেন কুয়াদ্রাত

কলিঙ্গ জয়ের এক মাস তিনদিন পর ক্লেটন সিলভাদের (Cleiton Silva) সংবর্ধনা দেওয়া হল ইস্টবেঙ্গল মাঠে। এর সঙ্গেই তুলে দেওয়া হল টাকা। মঙ্গলবার দুপুরে ক্লাবের লনে মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিল ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ী দলের সঙ্গে ক্লাবের প্রাক্তন ফুটবলাররাও এই অনুষ্ঠানে শামিল হয়েছিলেন। ক্লাবের শীর্ষ কর্তাদের সঙ্গেই ইমামি গোষ্ঠীর আধিকারিক শ্রী বিভাস আগরওয়াল, শ্রী সন্দীপ আগরওয়াল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এসেছিলেন রাজ্য়ের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম। এদিন কুয়াদ্রাত-ক্লেটনদের হাতে তুলে দেওয়া হয় পনেরো লক্ষ টাকার চেক। 

অন্যদিকে গতকাল নন্দকুমারের গোলে, ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়িন এফসিকে হারিয়েছে। আর এই জয়ের সঙ্গেই আইএসএলের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল কুয়াদ্রাত অ্যান্ড কোং। বেঙ্গালুরুকে টপকে পয়েন্ট তালিকায় আট নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। ১৬ ম্যাচের পর ক্লেটনদের পকেটে ১৮ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে চেন্নাইয়িনকে হারাতেই হত ইস্টবেঙ্গলকে। কারণ এরপর টানা চার ম্য়াচই কুয়াদ্রাতের কাছে অগ্নিপরীক্ষা। ওড়িশা, গোয়া, মোহনবাগান এবং কেরলের বিরুদ্ধে খেলবে তাঁর টিম। এই চার দলই রয়েছে পয়েন্ট টেবলে প্রথম পাঁচে। আগামী ১০ মার্চ ডার্বি বাদে লাল-হলুদের প্রতিটি ম্য়াচই অ্য়াওয়ে। ফলে চাপ বেশি।

আরও পড়ুন: WATCH | Cristiano Ronaldo: মহাকীর্তির রাতেই মেসির নামে খেপে বোম রোনাল্ডো! মাঠেই ছাড়ালেন শালীনতার সব সীমা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.