Eden Gardens: নিউজিল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজ, জোড়া ম্যাচ পেল ইডেন গার্ডেন্স

ঘরের মাঠে একাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।   

Updated By: Sep 20, 2021, 05:24 PM IST
Eden Gardens: নিউজিল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজ, জোড়া ম্যাচ পেল ইডেন গার্ডেন্স

নিজস্ব প্রতিবেদন: এবারের শীতে ফের জোড়া আন্তর্জাতিক ম্যাচ পেল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ২১ নভেম্বর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত (Team India)। এছাড়া আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ খেলবে 'মেন্ ইন ব্লু' ব্রিগেড। সোমাবার সরকারি ভাবে জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। ইডেনে শেষ ম্যাচ হয়েছিল ২০১৯ নভেম্বরে। দু’বছর পরে ফের কলকাতায় ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ (WT20) শেষ হলেই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। সেই সফরের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১৭ নভেম্বর জয়পুর ও ১৯ নভেম্বর রাঁচীতে আয়োজিত হবে। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) শহরে খেলে কলকাতায় পা রাখবে কিউইরা। এছাড়া সেই সফরে দুটো টেস্ট ম্যাচ খেলবে বিরাট কোহলির (Virat Kohli) দল। ২৫ থেকে ২৯ নভেম্বর কানপুরে প্রথম টেস্ট ম্যাচ আয়োজিত হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট আয়োজিত হবে মুম্বইতে। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে এই টেস্ট। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। 

 আরও পড়ুন: IPL 2021, Rohit Sharma: কেকেআরের বিরুদ্ধে কি খেলছেন রোহিত? বড় আপডেট দিলেন কোচ

এছাড়া নতুন বছরের ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসছে জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ। এখানে এসে ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলার পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। শোনা যাচ্ছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে পারে ভারত।   

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আগামী বছর ঘরের মাঠে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সিরিজ খেলবে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ২৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে প্রথম টেস্ট দিয়ে এই সফর শুরু হবে। ১৮ মার্চ লক্ষ্নৌতে সিরিজের শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে।  

শ্রীলঙ্কা সিরিজ শেষ হয়ে যাওয়ার পর প্রোটিয়াসদের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৯ জুনা চেন্নাইতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে। সফরের শেষ টি-টোয়েন্টি ১৯ জুন।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.