ভোট নাটকের মাঝে কাল শহরে কুড়ির ক্রিকেট, ধোনিদের চার্জ দিতে নামতে হল সৌরভকে

সিরিজের  ফয়সালা কটকেই হয়ে গেছে। ইডেনে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। তবুও মান বাঁচানোর তাগিদে কড়া অনুশীলন সারলেন ধোনিরা। চিত্রটা ঠিক এরকম....দৃশ্য দীর্ঘক্ষণ নেট সেশনে ব্যাটিং করলেন সব থেকে ফর্মে থাকা ব্যাটসম্যান রোহিত শর্মা। প্রথমে পেসারদের বিরুদ্ধে অনুশীলন। তারপর বল থ্রোয়ারকে নিয়ে বিশেষ ব্যাটিং অনুশীলন। এরপরই আবার চলে গেলেন নেটে স্পিনারদের বিরুদ্ধে অনুশীলনের জন্য। দীর্ঘ অনুশীলনের ধাক্কা সামলাতে না পেরে মাঠেই শুয়ে পড়লেন রোহিত।

Updated By: Oct 7, 2015, 08:12 PM IST
ভোট নাটকের মাঝে কাল শহরে কুড়ির ক্রিকেট, ধোনিদের চার্জ দিতে নামতে হল সৌরভকে

ওয়েব ডেস্ক: সিরিজের  ফয়সালা কটকেই হয়ে গেছে। ইডেনে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। তবুও মান বাঁচানোর তাগিদে কড়া অনুশীলন সারলেন ধোনিরা। চিত্রটা ঠিক এরকম....দৃশ্য দীর্ঘক্ষণ নেট সেশনে ব্যাটিং করলেন সব থেকে ফর্মে থাকা ব্যাটসম্যান রোহিত শর্মা। প্রথমে পেসারদের বিরুদ্ধে অনুশীলন। তারপর বল থ্রোয়ারকে নিয়ে বিশেষ ব্যাটিং অনুশীলন। এরপরই আবার চলে গেলেন নেটে স্পিনারদের বিরুদ্ধে অনুশীলনের জন্য। দীর্ঘ অনুশীলনের ধাক্কা সামলাতে না পেরে মাঠেই শুয়ে পড়লেন রোহিত।

দৃশ্য দুই... অফ ফর্মে থাকা শিখর ধাওয়ানকে নিয়ে পড়লেন রবি শাস্ত্রী। নেটে ব্যাট করার পর ব্যাটিংয়ের ত্রুটিগুলি শুধরে দেওয়ার জন্য আলাদা করে ডেকে কথা বললেন ভারতের টিম ডিরেক্টর।
দৃশ্য তিন... অজিঙ্কা রাহানেকে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করিয়ে প্রস্তুত রাখলেন ইডেন ম্যাচের জন্য। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আম্বাতি রায়াডু।
দৃশ্য চার... মিডল অর্ডারে দ্রুত রান তোলার জন্য নিজেকে বিশেষভাবে প্রস্তুত করতে নেটে স্পিনারদের বিরুদ্ধে বিশেষ অনুশীলন মহেন্দ্র সিং ধোনির। ম্যাচ জিততে যে মরিয়া ভারত তা ভেসে এল হরভজনের কন্ঠস্বরে।
                           
দৃশ্য পাঁচ... অনুশীলন শেষে ভারতীয় দলকে চাঙ্গা করে গেলেন সৌরভ গাঙ্গুলি।
এদিকে দক্ষিণ আফ্রিকাও কিন্তু মরিয়া ভারতকে হোয়াইটওয়াশ করতে। তাই সকালে রোদের মধ্যে অনুশীলন করতে হওয়ায় অসন্তোষ প্রকাশ করতে ছাড়েননি প্রোটিয়াসরা। এবি ডেভিলিয়ার্স না এলেও ইডেনে এসেছিলেন সব ক্রিকেটারই। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই অনুশীলন শেষ করে দেন। এমনকী একঘন্টা আগে সাংবাদিক সম্মেলন করে মাঠ ছাড়েন তারা।
               

পয়া ইডেনে বৃহস্পতিবার ফের বল হাতে নামছেন হরভজন সিং। টেস্ট হোক অথবা ওয়ান ডে, ক্রিকেটের নন্দনকাননে ভারতের সর্বকালের অন্যতম সেরা অফ-স্পিনার যখনই খেলেছেন নায়ক হয়েছেন। প্রিয় মাঠে ফের জাতীয় দলের জার্সি গায়ে নামতে পেরে উচ্ছ্বসিত হরভজন।  টিম ইন্ডিয়ায় এখন নিয়মিত নন ভাজ্জি। টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচটি ইডেনেই খেলতে চান  চারশো উইকেটের মালিক হরভজন।

শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে বল হাতে ব্যর্থ হওয়ায় পরবর্তী দুটো টেস্ট থেকে বাদ পরে যান ভাজ্জি। যার ফলে হরভজনের টেস্ট কেরিয়ারের ওপর এখন অনিশ্চয়তার কালো মেঘ।

.