Virat Kohli: বার্মিংহ্যামে ফের ব্যর্থ বিরাট কোহলি! দ্বিতীয় ইনিংসেও করলেন চূড়ান্ত হতাশ
গত শুক্রবার এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ১১ রানে থেমেছিল তাঁর ব্যাট। দু'দিনের ব্যবধানে বিরাটের ভাগ্য ফিরল না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু দিন হয়ে গেল বিরাট কোহলি (Virat Kohli) রানের মধ্যে নেই। তিন বছর আগে তাঁর শেষবার টেস্ট সেঞ্চুরি। যদি প্রশ্ন করা হয় যে, খারাপ ফর্মের সঙ্গে ভাগ্য সহায় না দিলে কেমন হয়! উত্তর- কোহলির মতো বারবার আউট হতে হয়। আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট, 'কিং কোহলি' একের পর এক ইনিংসে ব্যর্থ।
বার্মিংহ্যামে ফের হতাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গত শুক্রবার এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ১১ রানে থেমেছিল তাঁর ব্যাট। দু'দিনের ব্যবধানে বিরাটের ভাগ্য ফিরল না। মাত্র ৯টি রান তিনি বেশি করলেন। আউট হলেন ২০ রান করে। বেন স্টোকসের বলে জো রুটের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরে আসেন কোহলি। প্রথম ইনিংসে বিরাট যেভাবে ফিরেছিলে, তাতে পরিষ্কার হয়ে গিয়েছিল যে, বিরাট একেবারেই ছন্দে নেই। ম্যাথু পটসের বাইরে যাওয়া ডেলিভারিকে ছাড়তে গিয়েছিলেন বিরাট, সেই বল ব্যাটের কানায় লেগে লেগ স্টাম্প উড়িয়ে দেয়। ১১ রানে ফিরতে হয় তাঁকে।
ভারতের প্রথম ইনিংসের ৪১৬ রানে জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৮৪ রানে। ফলো-অন এড়াল ইংরেজরা। ১৩২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। শুভমান গিল ও চেতেশ্বর পূজারা ওপেন করেন ইনিংস। গিল মাত্র ৪ রান করে জেমস অ্যান্ডারসনের বলে জ্যাক ক্রলের হাতে ক্যাচ তুলে দেন। তিন নম্বরে পূজারাকে সঙ্গ দিতে এসে ১১ রানে ফিরে যান হনুমা বিহারী। স্টুয়ার্ট ব্রডের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দেন। চারে নেমে হতাশ করেন কোহলি। তিনি যখন ফেরেন, তখন ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৭৫। কোহলি যদি এদিন ৪০ রান দূরে ছিলেন অনন্য এক রেকর্ড থেকে। তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০০ টেস্ট রান করার নজির করতে পারতেন তিনি।
আরও পড়ুন: Women's Hockey World Cup 2022: ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু দেশের মেয়েদের
আরও পড়ুন: Virat Kohli: ব্যাটে রান নেই, তো! স্লেজিং থেকে 'ফ্লাইং কিস', কোহলি আছেন কোহলিতেই