ক্রিকেটের মক্কায় অসিদের মাথাকাটার মঞ্চ প্রস্তুত
দ্বিতীয় দিনেই ইঙ্গিতটা ছিল, তৃতীয় দিনে সেটা আরও পরিষ্কার হল। ক্রিকেটের মক্কায় অস্ট্রেলিয়ার মাথা হেঁট হওয়া হারের মঞ্চ প্রস্তুত হয়ে গেল। ১২৮ রানে অল আউট হওয়ার পর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ধস নামালেও কাজের কাজ কিছুই হল না। জো রুটের দুরন্ত শতরানে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাহাড় প্রমাণ লিড নিয়ে নিল ইংল্যান্ড। অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ঘিরে এখন শুধু একটাই প্রশ্ন।
ইংল্যান্ড- ৩৬১, ২৮২/৫ (রুট ১৪৫ অপ)
অস্ট্রেলিয়া- ১২৮
ইংল্যান্ড এগিয়ে ৫১৫ রানে
দ্বিতীয় দিনেই ইঙ্গিতটা ছিল, তৃতীয় দিনে সেটা আরও পরিষ্কার হল। ক্রিকেটের মক্কায় অস্ট্রেলিয়ার মাথা হেঁট হওয়া হারের মঞ্চ প্রস্তুত হয়ে গেল। ১২৮ রানে অল আউট হওয়ার পর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ধস নামালেও কাজের কাজ কিছুই হল না। জো রুটের দুরন্ত শতরানে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাহাড় প্রমাণ লিড নিয়ে নিল ইংল্যান্ড। অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ঘিরে এখন শুধু একটাই প্রশ্ন।
রবিবার ম্যাচের চতুর্থ দিনেই কি টেস্ট জিতে সিরিজ ২-০ করে ফেলবেন কুকরা? প্রথম দুটো দিনে লর্ডসে অসিদের গর্বে আঘাত লেগেছিল, আর তৃতীয় দিনে তাঁদের সব জীবনীশক্তি কেড়ে নিল। তৃতীয় দিন ম্যাচের প্রথম দুটো সেশনে পড়ল মাত্র একটা উইকেট। তাও আবার সেটা নাইটওয়াচম্যান টিম ব্রেসনানের।
টেস্ট ক্রিকেটে অভিষেক শতরানটাই শেফিল্ডের ২২ বছরের মিডল অর্ডার ব্যাটসম্যান জো রুট পেলেন লর্ডসে। তাও আবার অ্যাসেজ সিরিজে।
তাহলে ব্যাপরা কি দাঁড়াল! হ্যাঁ, ফ্লিনটফের সেই টুইটটা.. যেটাই লেখা কুক তৈরি হয়ে নাও হোয়াইটওয়াশ করার এতবড় সুযোগ আর পাবে না।