ইউরো কাপে জয়ী ফ্রান্স, ইংল্যান্ড
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়োজক ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল ফ্রান্স। অন্যদিকে গ্রুপ সি`র অন্য ম্যাচে রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত জয় পেল ইংল্যান্ড! সুইডেনকে হারাল ৩-২ গোলে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়োজক ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল ফ্রান্স। প্রথম থেকেই বেনজিমাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালাচ্ছিলেন সদ্যই গাড়ি দুর্ঘটনার কবলে পড়া ইউক্রেন তারকা শেভচেঙ্কো। লড়াই যখন জমজমাট,তখনই শুরু বৃষ্টি। বৃষ্টি থামলে শুরু `ফরাসি বিপ্লব`। ৫৩ মিনিটে মেনেজের গোল। ৩ মিনিট পরেই ক্যাবায়ের গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ফ্রান্স। দু`টি গোল করানোর পিছনে বড় ভূমিকা ছিল রিয়াল-তারকা বেনজিমার।খেলার অন্তিম প্রহরে শেভচেঙ্কোরা মরীয়া প্রত্যাঘাতের চেষ্টা চালালেও তাতে কোনও ফল মেলেনি। প্রথম ম্যাচে সুইডেনকে হারানোর পর এদিন ফরাসীদের কাছে বিধ্বস্ত হওয়ার কোয়ার্টার ফাইনালের পথ কিছুটা অনিশ্চিত হয়ে পড়ল ইউক্রেনের সামনে।
অন্যদিকে গ্রুপ সি`র অন্য ম্যাচে রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত জয় পেল ইংল্যান্ড! দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ড কোচ রয় হজসনের সবচেয়ে বড় টুর্নামেন্ট ছিল এই ইউরোই। আর ইউরোর দ্বিতীয় ম্যাচেই দল গঠনে চমক দেন হজসন। আপফ্রন্টে দীর্ঘদেহী ক্যারলকে এনে চমকে দেন সবাইকে। উঁচু বলে সুইডিশদের দুর্বলতার ফায়দা তুলতেই যে এই স্ট্র্যাটেজি,তার প্রমাণ পাওয়া গেল ম্যাচের ২৩ মিনিটেই। হেডে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান সেই ক্যারলই। এরপর মাঠে শুরু সুইডিশদের দাপট। মাঠ জুড়ে শুধুই হলুদ জার্সির দাপট। প্রথমার্ধে সমতায় ফিরতে না পারলেও,দ্বিতীয়ার্ধে জনসনের আত্মঘাতী গোলে এগিয়ে যান ইব্রাহিমোভিচরা। ৫৯ মিনিটে সুইডেনকে এগিয়ে দেন মেলবার্গ। সুইডিশরা এগিয়ে যেতেই তেড়েফুঁড়ে শুরু হয় ইংলিশ ফুটবলের কামব্যাকের পালা। প্রায় বাতিল হয়ে যাওয়া ওয়ালকট ম্যাচে সমতায় ফেরান ইল্যান্ডকে। ম্যাচের ৭৮ মিনিটে ওয়ালকটের পাস থেকেই দুরন্ত গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ওয়েলব্যাক।