কঠিন ম্যাচে ফ্রান্সের মুখোমুখি ইউক্রেন
ইউরো কাপে প্রথম জয়ের খোঁজে ইউক্রেনের বিরুদ্ধে মাঠে নামছে ফ্রান্স। আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আধিপত্য দেখিয়েও জিততে পারেনি লরা ব্লাঁ-র দল। শুক্রবার অবশ্য তিন পয়েন্ট পেতে মরিয়া সমীর নাসিরিরা। ফিফা ক্রমতালিকায় ফ্রান্সের থেকে ৩৮ ধাপ পেছনে রয়েছে ইউক্রেন।
ইউরো কাপে প্রথম জয়ের খোঁজে ইউক্রেনের বিরুদ্ধে মাঠে নামছে ফ্রান্স। আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আধিপত্য দেখিয়েও জিততে পারেনি লরা ব্লাঁ-র দল। শুক্রবার অবশ্য তিন পয়েন্ট পেতে মরিয়া সমীর নাসিরিরা। ফিফা ক্রমতালিকায় ফ্রান্সের থেকে ৩৮ ধাপ পেছনে রয়েছে ইউক্রেন। তাই শেভচেঙ্কোদের হারিয়ে শেষ আটে যাওয়ার ব্যাপারে একধাপ এগিয়ে থাকতে চাইছে ফ্রান্স।দলে খুব একটা পরিবর্তনের পক্ষপাতি না ফ্রান্স কোচ।তবে প্রথম একাদশে আসতে পারেন ফিট হয়ে যাওয়া এমভিলা। বাকি দল এক থাকার সম্ভাবনাই বেশি।
আগের ম্যাচে নিজেদের মাঠে সুইডেনের বিরুদ্ধে শেভচেঙ্কেরা যেভাবে উজ্জীবিত ফুটবল খেলেছেন, তা কিছুটা হলেও চিন্তায় রেখেছে ফ্রান্স টিম ম্যানেজমেন্টকে। সুইডেনকে হারালেও, ফ্রান্সের বিরুদ্ধে একটু ডিফেন্সিভ দল নামাতে চাইছেন ইউক্রেন কোচ। ফ্রান্সের বিরুদ্ধে শুরু থেকে নাও খেলতে পারেন আগের ম্যাচের নায়ক শেভচেঙ্কো। একজন অতিরিক্ত মিডফিল্ডার নিয়ে মাঠে নামতে পারে ইউক্রেন। শুরু থেকে আক্রমনে না গিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে চাইছেন ভোরোনিনরা। এখনও পর্যন্ত ফ্রান্সকে একবারও হারাতে পারেনি ইউক্রেন। গত বছর দুই দলের শেষ সাক্ষাতেও ৪-১ গোলে হারতে হয়েছিল তাদের।ঘরের মাঠে সেই রেকর্ড বদলাবার সুযোগ ইউক্রেনের সামনে। একইসঙ্গে ইউরোর শেষ আটে জায়গা করে নেওয়ারও সুবর্ন সুযোগ শেভচেঙ্কোদের সামনে।