দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাঁর দুরন্ত ফর্মে প্রভাব ফেলতে পারেনি, স্যার ডন ব্র্যাডম্যানের জন্মদিনে শ্রদ্ধার্ঘ সচিনের

নস্টালজিক! আবেগপ্রবণ হয়ে ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর আজকের মহামারি সময়ের সঙ্গে বিশ্বযুদ্ধের তুলনা টেনেছেন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 27, 2020, 06:37 PM IST
দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাঁর দুরন্ত ফর্মে প্রভাব ফেলতে পারেনি, স্যার ডন ব্র্যাডম্যানের জন্মদিনে শ্রদ্ধার্ঘ সচিনের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ১১২ তম জন্মদিনে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের অভিনব শুভেচ্ছা। স্মৃতির সরণিতে হেঁটে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

 

নস্টালজিক! আবেগপ্রবণ হয়ে ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর আজকের মহামারি সময়ের সঙ্গে বিশ্বযুদ্ধের তুলনা টেনেছেন। কঠিন সময়েও অনুপ্রেরণা স্যার ডন ব্র্যাডম্যান। ১১২ তম জন্মদিনে সেই কথাই স্মরণ করেছেন তেন্ডুলকর। টুইটে তিনি লিখেছেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বেশ কয়েক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। তা স্বত্তেও তাঁর টেস্ট ব্যাটিং গড় কিন্তু সবচেয়ে বেশি। আজকের দিনে করোনার সময়ে অ্যাথলিটরা বহু দিন লম্বা ছুটিতে রয়েছে। কিন্তু দেখুন তাঁর (স্যার ডন ব্র্যাডম্যান) কেরিয়ার শীর্ষে, আজও অনুপ্রেরণার উত্স। হ্যাপি বার্থডে স্যার ডন।"

১৯০৮ সালের ২৭ অগাস্ট জন্ম হয় স্যার ডন ব্র্যাডম্যানের। ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট খেলে ৬৯৯৬ রান করেছেন তিনি। করেছেন ২৯টি শতরান। আর তাঁর ব্যাটিং গড় ৯৯.৯৪ যা এখনও নাগালের বাইরে।  

 

আরও পড়ুন - জন্মদিনে ধোনিকে যে গান উপহার দিয়েছিলেন ব্র্যাভো, তার নাম ঠিক করেছিলেন সাক্ষী

.