এখন অনেকটাই সুস্থ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়
আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা।
নিজস্ব প্রতিবেদন: শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল ক্রমশই। চারদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের প্রাক্তন গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায়। এখন তিনি অনেকটাই সুস্থ।
জ্বর কমছিল না কিছুতেই। শরীরের অক্সিজেনে মাত্রা কমে যাচ্ছিল। জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা সোমবার হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি এই গোলকিপার। সেদিন রাতে আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। তবে, কোভিড টেস্টের রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে। মঙ্গলবার সকালে আইসিইউ থেকে হৃদরোগে বিভাগে স্থানান্তরিত করা হয়। প্রাক্তন ফুটবলার, ঘনিষ্ঠ বন্ধু মিহির বসু জানিয়েছিলেন, 'ভাস্করের পার্কিনসন্স ডিজিজের সমস্যা রয়েছে। তাই বাড়ির সকলে চিন্তা করছিলেন। সেই কারণেই তাড়তাড়ি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়'।
আরও পড়ুন: ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে জয়পুরে! BCCI দিচ্ছে ১০০ কোটি টাকা
এদিন সকালে হাসপাতালে বাড়ি ফিরলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়। আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। মেনে চলতে হবে বেশ কিছু নিয়মও। ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)অন্ত প্রাণ ভাস্কর। তাঁর যাবতীয় কৃতিত্ব লাল-হলুদ জার্সিতেই। কয়েকদিন আগে পরিবারের সদস্যদের কথা না শুনেই ইস্টবেঙ্গল ক্লাব আয়োজিত ত্রাণ শিবিরে যোগ দিয়েছিলেন ভাস্কর।