রাজনীতির ময়দানে মেহেতাব, মোদীতেই আস্থা; যোগ দিলেন পদ্ম শিবিরে

 কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগানে খেলা মেহেতাব মঙ্গলবার রাজনীতির ময়দানে পা রাখলেন।

Updated By: Jul 21, 2020, 09:50 PM IST
রাজনীতির ময়দানে মেহেতাব, মোদীতেই আস্থা; যোগ দিলেন পদ্ম শিবিরে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: ময়দানে দলবদল নয়, এবার রাজনীতির ময়দানে নেমে পড়লেন মিডফিল্ড জেনারেল মেহেতাব হোসেন। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগানে খেলা মেহেতাব মঙ্গলবার রাজনীতির ময়দানে পা রাখলেন। যোগ দিলেন বিজেপিতে।

২০১৯ সালেই একুশ বছরের দীর্ঘ ফুটবল কেরিয়ারে ইতি টানেন মেহেতাব হোসেন। তারপর কোচিংয়ের ইচ্ছে প্রকাশ করলেও এবার রাজনীতিতে যোগ দিলেন তিনি। মঙ্গলবার বিকেলে বিজেপি অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেহেতাবকে দলীয় পতাকা তুলে দিয়ে পদ্মশিবিরে স্বাগত জানান।

বিজেপি'তে কেন যোগ দিলেন মেহেতাব? ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বিজেপি ধর্মনিরপেক্ষ দল! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আস্থা রয়েছে তাঁর। তাই গেরুয়া শিবিরে যোগদান।

২০০১ সালে টালিগঞ্জ অগ্রগামী ক্লাব দিয়ে কলকাতা ময়দানে ফুটবলে যাত্রা শুরু মেহেতাবের। তিন বছর পরেই মোহনবাগানে যোগ দেন। এরপর দীর্ঘসময় খেলেছেন ইস্টবেঙ্গল জার্সিতে। ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত। কেরিয়ারের শেষ মরশুমে ফিরে আসেন মোহনবাগানে। খেলেছেন আইএসএলেও। তিন বছর কেরালা ব্লাস্টার্সে আর ২০১৭-১৮ মরশুমে জামশেদপুর এফসিতে। জাতীয় দলেও দীর্ঘসময় খেলেছেন মিডফিল্ড জেনারেল। ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত। ভারতীয় দলের জার্সিতে ৩১ ম্যাচে ২টি গোলও রয়েছে মেহেতাবের।

আরও পড়ুন - কলকাতায় বসতে চলেছে আই লিগের আসর!

.