Exclusive, Deep Dasgupta On Jasprit Bumrah: 'বুমরা এখনও অলরাউন্ডার হওয়া থেকে অনেক, অনেক দূরে'

দীপ সাফ বলে দিলেন যে, বুমরা অলরাউন্ড পারফরম্যান্স করেছেন ঠিকই। কিন্তু তাঁর অলরাউন্ডার হওয়া এখনও বাকি আছে। 

Updated By: Jul 3, 2022, 04:49 PM IST
Exclusive, Deep Dasgupta On Jasprit Bumrah: 'বুমরা এখনও অলরাউন্ডার হওয়া থেকে অনেক, অনেক দূরে'
বুমরাকে নিয়ে বড় কথা বলে দিলেন দীপ দাশগুপ্ত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বার্মিংহ্যামে বসেই জসপ্রীত বুমরার ( Jasprit Bumrah) অলরাউন্ড পারফরম্যান্স নিজের চোখে দেখেছেন দীপ দাশগুপ্ত (Deep Dasgupta)। জি ২৪ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান 'বুম বুম' বুমরায় অতিথি হিসাবে এজবাস্টন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। রবিবার দীপ সাফ বলে দিলেন যে, বুমরা অলরাউন্ড পারফরম্যান্স করেছেন ঠিকই। কিন্তু তাঁর অলরাউন্ডার হওয়া এখনও বাকি আছে। 

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে আগুনে অলরাউন্ড পারফর্ম করেছেন বুমরা। ভারতীয় দলের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ইনিংসের ৮৪ তম ওভারে ব্রিটিশ জোরে বোলার স্টুয়ার্ট ব্রডের ওভারে নিয়েছেন ৩৫ রান (৪, ৫ (ওয়াইড), ৬ (নো বল), ৪, ৪, ৪, ৬, ১ ) টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে এটাই সর্বাধিক রানের রেকর্ড। 'বুম বুম বুমরা'য় মেতেছে বাইশ গজ। এর আগে এই রেকর্ড ছিল ব্রায়ান লারার। 

দীপ বলছেন, "বুমরার রেকর্ড দারুণ। এর আগে স্টুয়ার্ট ব্রডের ওভারে ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ সিং। কেউ ভাবতেও পারেনি যে, ব্যাটার বুমরা ৩৫ রান করবেন। অবিশ্বাস্য কৃতিত্ব। ওই ওভারটা দেখে মজা আসছিল। সত্যি বলতে এখানে কমেন্ট্রি বক্সে খুব বেশি ভারতীয় নেই। কমেন্ট্রি বক্সে আমরা এক-দু'জন যারা আছি। তারা আনন্দ পেয়েছি। ব্যাটিংয়ে ৩১ রান নটআউট, তারপর বল হাতে তিন উইকেট। খুব ভাল। তবে বিগত দুই দিনে বুমরার যে ক্যাপ্টেনসি দেখেছি, তা মোহিত করেছে। ব্যাটে-বলে এরকম অবদান খুব বেশি দেখিনি। আরও ভাল লাগছে যে, কখনও কোনও ফরম্যাটে বুমরা ক্যাপ্টেনসি করেনি। সেখানে ও দারুণ নেতৃত্ব দিচ্ছে ভারতীয় দলের। দেখার মতো। বুমরা ১০ নম্বরে খেলা ব্যাটারের মতো খেলেই ৩১ রান বানিয়েছে। বুমরা অলরাউন্ড পারফরম্যান্স করেছেন ঠিকই, তবে অলরাউন্ডার হওয়া থেকে অনেক, অনেক দূরে"

আরও পড়ুন: Ravi Shastri On Rahul Dravid: 'ভুলবশত ভারতের কোচ হয়েছিলাম, রাহুলকে বলেছি আমি!'

আরও পড়ুনENG vs IND: ব্যাকফুটে তাঁর দল, ঘুরে দাঁড়ানোর এই মন্ত্রই দিলেন অ্যান্ডারসন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 
 

 

.