আইলিগকে জনপ্রিয় করতে ফেডারেশনকে উদ্যোগি হতে হবে : বাইচুং
আইলিগকে জনপ্রিয় করে তুলতে ফেডারেশনকে আরও বেশি উদ্যোগি হতে হবে বললেন বাইচুং ভুটিয়া। ফেডারেশনকে পরামর্শ দিয়ে তিনি জানিয়েছেন আইলিগকে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া উচিত।
আইলিগকে জনপ্রিয় করে তুলতে ফেডারেশনকে আরও বেশি উদ্যোগি হতে হবে বললেন বাইচুং ভুটিয়া। ফেডারেশনকে পরামর্শ দিয়ে তিনি জানিয়েছেন আইলিগকে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া উচিত।
শুধু কলকাতা এবং গোয়ার ৮০ শতাংশ ফুটবল ক্লাব গুলো দিয়ে আইলিগ করানোর কোন মানে হয় না বলে মনে করেন বাইচুং। পাশাপাশি তিনি মনে করেন তাঁর সতীর্থ ক্লাইম্যাক্স লরেন্স এবং মহেশ গওলি আরও অনেক আন্তর্জাতিক ফুটবল খেলতে পারতেন। যদিও তাঁদের অবসরের সিদ্ধান্ত ব্যাক্তিগত। বাইচুং মনে করেন সময়ের আগেই অবসর নিয়ে ফেলেছেন ২ জন।