'ফিফা প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল', বিস্ফোরক ব্লাটার
ফিফার ভাবমূর্তি ফেরানোর প্রক্রিয়া থেকে শেপ ব্লাটারকে দুরে থাকতে বললেন জর্ডানের রাজপুত্র আলি বিন আল হুসেন। মে মাসে ফিফার নির্বাচন চলাকালীন নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সভাপতি পদপ্রার্থী আলি। সোমবারই ফিফাকে ঢেলে সাজাতে একটি টাস্ক ফোর্সের গঠন করেছেন ব্লাটার। ফিফার ভাবমূর্তি ফেরানোর জন্য এই টাস্ক ফোর্সকে একমাসের মধ্যে প্রস্তাব দিতে বলা হয়েছে। ব্লাটারকে অবিলম্বে সরে দাঁড়াতে বলে আলি জানিয়েছেন ফিফাকে ঢেলে সাজানোর কাজটা পরবর্তী সভাপতির হাতে ছেড়ে দেওয়া উচিত। এদিকে ব্লাটার জানিয়েছেন ফিফা আধিকারিকদের গ্রেফতার হওয়া এবং ফিফার চারদিক থেকে সমালোচনা হওয়ায় তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল।
ওয়েব ডেস্ক:ফিফার ভাবমূর্তি ফেরানোর প্রক্রিয়া থেকে শেপ ব্লাটারকে দুরে থাকতে বললেন জর্ডানের রাজপুত্র আলি বিন আল হুসেন। মে মাসে ফিফার নির্বাচন চলাকালীন নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সভাপতি পদপ্রার্থী আলি। সোমবারই ফিফাকে ঢেলে সাজাতে একটি টাস্ক ফোর্সের গঠন করেছেন ব্লাটার। ফিফার ভাবমূর্তি ফেরানোর জন্য এই টাস্ক ফোর্সকে একমাসের মধ্যে প্রস্তাব দিতে বলা হয়েছে। ব্লাটারকে অবিলম্বে সরে দাঁড়াতে বলে আলি জানিয়েছেন ফিফাকে ঢেলে সাজানোর কাজটা পরবর্তী সভাপতির হাতে ছেড়ে দেওয়া উচিত। এদিকে ব্লাটার জানিয়েছেন ফিফা আধিকারিকদের গ্রেফতার হওয়া এবং ফিফার চারদিক থেকে সমালোচনা হওয়ায় তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল।