প্রথম ম্যাচে জিতেই হুঙ্কার শুরু গোমস, স্যাঞ্চোর
ওয়েব ডেস্ক: যুবভারতীতে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। লাতিন আমেরিকার প্রতিপক্ষ চিলিকে তারা হেলায় উড়িয়ে দিয়েছে ৪-০ ব্যবধানে। আর প্রথম ম্যাচে বড় জয় পাওয়ার পর যেন আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে ইংরেজ ফুটবলারদের। হবে না-ই বা কেন? দলের দুই মূল স্তম্ভ জর্ডন স্যাঞ্চো এবং গোমস, প্রথম ম্যাচ থেকেই রয়েছে ছন্দে। স্যাঞ্চো তো জোড়া গোল দিয়েই এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করেছে গোমসও।
আরও পড়ুন দেশে ফেরার সময় ভারতকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন স্টিভ স্মিথ
তাই, প্রথম ম্যাচের পর থেকেই হুঙ্কার ছাড়ছে ইংরেজ ফুটবলাররা। সদ্য প্রিমিয়র লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা নিয়ে আসা গোমস বলেছে, 'আমাদের দল দারুণ ছন্দে রয়েছে। কলকাতার দর্শকও রয়েছে আমাদের সঙ্গে। আমরা বিশ্বকাপটা জিততেই এসেছি। আর এটা মোটেই কোনও কাল্পনিক বা অবাস্তব লক্ষ্য নয়। বরং, খুব বাস্তবসম্মত।'
আরও পড়ুন চিলির ফুটবলাররা জাতীয় সঙ্গীত নিয়ে যা করল, তা গর্বিত করেছে সবাইকে