FIFA U17 World Cup 2019: ছিটকে গেল আর্জেন্টিনা, শেষ আটে ব্রাজিল
কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে আয়োজক ব্রাজিল, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, মেক্সিকো, প্যারাগুয়ে এবং দক্ষিণ কোরিয়া।
নিজস্ব প্রতিবেদন: যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না মেসির দেশ। শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হেরে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ থেকে বিদায় নিল আর্জেন্টিনা। তবে দেশের মাটিতে যুব বিশ্বকাপে দাপট অব্যাহত সেলেকাওদের। প্রি-কোয়ার্টার ফাইনালে চিলিকে ৩-২ গোলে হারাল ব্রাজিল।
প্রথমার্ধ শেষে প্যারাগুয়ের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক প্যারাগুয়ের তরুণ ফুটবলারদের। শেষ ষোলোয় লাতিন আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বাজিমাত করে দিল প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধে ৩ গোল করে শুধু ম্যাচ জেতাই নয়, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল প্যারাগুয়ে। শেষ ষোলো থেকেই ছিটকে গেল মেসির দেশ।
What a match!
@Albirroja storm back from 2️goals down to shock Argentina
— #U17WC (@FIFAcom) November 8, 2019
অন্যদিকে চিলির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুরন্ত জয় ছিনিয়ে নিল যুব বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। চিলিকে ৩-২ গোলে হারিয়ে দেশের মাটিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল সেলেকাওরা। কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে আয়োজক ব্রাজিল, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, মেক্সিকো, প্যারাগুয়ে এবং দক্ষিণ কোরিয়া।
আরও পড়ুন - 'বালা'কে নকল করলেন গব্বর, ঝোপ বুঝে কোপ ভুবির