FIFA World Cup 2022: মেসি-এমবাপেদের পকেটে কত টাকা ঢুকবে? জানলে চোখ কপালে উঠবে

আর্জেন্টিনা ১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর ফ্রান্স ১৯৯৮ এবং ২০১৮ সালে বিশ্ব জয়ের স্বাদ পায়। সেই দুটি ম্যাচের আগে এবারের কাপ যুদ্ধের পুরস্কার মূল্য কত? সেই দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক...... 

Updated By: Dec 16, 2022, 09:41 PM IST
FIFA World Cup 2022: মেসি-এমবাপেদের পকেটে কত টাকা ঢুকবে? জানলে চোখ কপালে উঠবে
লিওনেল মেসি না কিলিয়ান এমবাপে? কে হাসবেন শেষ হাসি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারে শেষ পর্বে চলতি কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022)। ১৭ ডিসেম্বর ক্রোয়েশিয়া (Croatia) বনাম মরক্কো (Morocco) তৃতীয় স্থান দখলের জন্য মাঠে নামবে। এর ঠিক ২৪ ঘন্টা পর লুসেল স্টেডিয়ামে ৯০ মিনিটের যুদ্ধে মুখোমুখি হবে আর্জেন্টিনা (Argentina) ও ফ্রান্স (France)। ফুটবলপ্রেমীরা লিওনেল মেসি (Lionel Messi) ও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ডুয়েল দেখার অপেক্ষায় রয়েছে। আর্জেন্টিনা ১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর ফ্রান্স ১৯৯৮ এবং ২০১৮ সালে বিশ্ব জয়ের স্বাদ পায়। সেই দুটি ম্যাচের আগে এবারের কাপ যুদ্ধের পুরস্কার মূল্য কত? সেই দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক...... 

চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্য: প্রায় ৪২ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার কোটির কাছাকাছি। 

রানার্স দলের পুরস্কার মূল্য: প্রায় ৩০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ওই ২৪৫ কোটির কাছাকাছি। 

তৃতীয় স্থানে থাকা দলের পুরস্কার মূল্য: প্রায় ২৭ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২২০ কোটি টাকা। 

চতুর্থ স্থানে থাকা দলের পুরস্কার মূল্য: প্রায় ২৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২০৪ কোটি টাকা।

কোয়ার্টার ফাইনালে খেলা চার দলের পুরস্কার মূল্য: ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল, ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তারা প্রত্যেকে ১৭ মিলিয়ন ডলার করে পাবে। 

আরও পড়ুন: Lautaro Martinez, FIFA World Cup Final 2022: মেগা ফাইনালের আগে পারিবারিক সমস্যায় জর্জরিত লাউতারো মার্টিনেজ! কী এমন ঘটল? জানতে পড়ুন

আরও পড়ুন: FIFA World Cup 2022: আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল হবে; বলেছিলেন আধুনিক এই নস্ট্রাদামুস, কাপ উঠবে কার হাতে?

প্রি-কোয়ার্টার ফাইনালে খেলা আট দলের পুরস্কার মূল্য: শেষ ১৬-তে পৌঁছানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, সেনেগল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইৎজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ১৩ মিলিয়ন ডলার করে পাবে। 

প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দলের পুরস্কার মূল্য: কাতার, ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা, উরুগুয়ে প্রত্যেককে ৯ মিলিয়ন ডলার করে পাবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.