আবার দুসংবাদ! মারণ ক্যানসারে আক্রান্ত প্রাক্তন অলরাউন্ডার Chris Cairns

ভাল নেই ক্রিস কেয়ার্নস।

Updated By: Feb 5, 2022, 08:30 PM IST
আবার দুসংবাদ! মারণ ক্যানসারে আক্রান্ত প্রাক্তন অলরাউন্ডার Chris Cairns
অন্ত্রের ক্যানসারে আক্রান্ত ক্রিস কেয়ার্নস। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: খারাপ সময় যেন কিছুতেই ছাড়ছে না। এ বার মারণ ক্যানসারে আক্রান্ত হলেন ক্রিস কেয়ার্নস। এমনিতেই গত কয়েক বছর ধরে ব্যক্তিগত সমস্যায় জেরবার। ম্যাচ গড়াপেটার জন্য নির্বাসিত হয়েছিলেন। মাস তিনেক আগে হৃদযন্ত্রের সমস্যায় জেরবার হয়েছিলেন। সেই জন্য তাঁর দুটি পা প্রায় অচল হয়ে গিয়েছিল। উইল চেয়ার কেয়ার্নসের একমাত্র ভরসা। এ বার এহেন প্রাক্তন অলরাউন্ডার অন্ত্রের ক্যানসারে আক্রান্ত।

ইন্সটাগ্রামে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন স্বয়ং কেয়ার্নস। গত সপ্তাহে ক্যানবেরার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। হৃদরোগের কারণে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি হতে হয়েছিল অস্ট্রেলিয়ার এই হাসপাতালে। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘গতকাল আমাকে জানানো হয়েছে,অন্ত্রের ক্যানসারে আক্রান্ত আমি। এটা আমার কাছে অনেক বড় এক ধাক্কা। রুটিন চেকআপ করাতে গিয়ে এমন খবর একেবারেই আশা করিনি। তাই এখন ফের নিজেকে প্রস্তুত করছি সার্জন ও বিশেষজ্ঞদের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপের বিষয়ে।'

আরও পড়ুন: INDvsWI, Team India’s 1000th ODI: ফের বাইশ গজে ফিরছে ‘কুল-চা’ জুটি, স্পষ্ট করলেন Rohit Sharma

আরও পড়ুন: INDvsWI, Team India’s 1000th ODI: কেন Virat Kohli-র নীতি ধরে এগোতে চাইছেন Rohit Sharma? জানতে পড়ুন

 

তবে ব্যক্তিগত জীবন ও শরীরের উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে গেলেও,হাল ছাড়তে নারাজ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই কিউই, তিনি ফের লিখেছেন, ‘পুরো সপ্তাহ অবশ্য খারাপ যায়নি। ছেলেদের সঙ্গে খেলায় অংশ নিয়েছি। বাড়িতে নোয়ার জন্মদিন পালন করেছি। আরও একটা যুদ্ধ শুরু হচ্ছে। আশা রাখছি প্ৰথমেই একটা আপার কাটে সমস্যাকে উড়িয়ে দিতে পারব।‘

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.