INDvsWI, Team India’s 1000th ODI: ফের বাইশ গজে ফিরছে ‘কুল-চা’ জুটি, স্পষ্ট করলেন Rohit Sharma

ফিরে আসছে ‘কুল -চা’ জুটি। 

Updated By: Feb 5, 2022, 07:42 PM IST
INDvsWI, Team India’s 1000th ODI: ফের বাইশ গজে ফিরছে ‘কুল-চা’ জুটি, স্পষ্ট করলেন Rohit Sharma
‘কুল-চা’ জুটির উপর ভরসা রাখছেন রোহিত। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত একদিনের দলে ওঁরা দুজন নিয়মিত সদস্য ছিলেন। সেই ‘কুল-চা’ জুটি আবার বাইশ গজের যুদ্ধে ফিরছে। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে আবার হাত ঘোরাতে দেখা যাবে। সেটা শনিবার স্পষ্ট করে দিলেন সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মা।

৬ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে ভারতীয় দল। এর আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রোহিত তাঁর দুই স্পিন অস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “ওরা দুজন অনবদ্য পারফর্মার। দেশের হয়ে কয়েক বছর আগে এই জুটি দারুণ পারফরম্যান্স করেছে। বাড়তি ব্যাটার খেলানোর জন্য একটা সময় ওদের একসঙ্গে দেখা যায়নি। কিন্তু ওরা এ বার কামব্যাক করবে।“

আরও পড়ুন: INDvsWI, Team India’s 1000th ODI: কেন Virat Kohli-র নীতি ধরে এগোতে চাইছেন Rohit Sharma? জানতে পড়ুন

আরও পড়ুন: INDvsWI, Team India’s 1000th ODI: ‘পকেট ডিনামাইট’ Ishan Kishan করবেন ওপেন, কিন্তু কেন? জানালেন Rohit Sharma

২০১৯ সালের বিশ্বকাপের পরে কুলদীপ ফর্ম হারান। গত বছর শ্রীলঙ্কা সফরে গেলেও নিজেকে তেমন মেলে ধরতে পারেননি। এর মধ্যে আবার কলকাতা নাইট রাইডার্স দলে আইপিএল-এর দ্বিতীয় পর্বে অনুশীলন করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চায়নাম্যান কুলদীপ একদিনের সিরিজে কামব্যাক করেছেন। অন্য দিকে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি চাহাল। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ফিরলেও উইকেট তুলতে পারেননি। তবুও ‘কুল-চা’ জুটির উপর ভরসা রাখছেন ‘হিট ম্যান’।

বিশেষ করে কুলদীপকে আরও বেশি সময় দিতে চাইছেন রোহিত। তিনি বলেন, “কুলদীপের কথা বিশেষ করে বলতে চাই। ছেলেটা অনেক দিন পর কামব্যাক করছে। তাই ওকে টিম ম্যানেজমেন্ট আরও সময় দেবে। কারণ আমার বিশ্বাস কুলদীপ কয়েকটা ম্যাচ খেললেই নিজের পুরনো ছন্দ ফিরে পাবে।“

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.