আত্মহত্যা প্রাক্তন পাক ক্রিকেটারের ছেলের
জানুয়ারি মাসে করাচি অনূর্ধ্ব ১৯ দলের হয়ে লাহোরে খেলার সময় মাঠ থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল জোরাবকে।
নিজস্ব প্রতিবেদন : স্থানীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে সুযোগ না পেয়ে নিজের ঘরে আত্মহত্যা করলেন প্রাক্তন পাক ক্রিকেটার আমের হানিফের ছেলে মহম্মদ জোরাব। জিও নিউজ সূত্রে খবর, মহম্মদ জোরাবের বয়স বেশি, এই অভিযোগে করাচির একটি স্থানীয় ক্রিকেট দলে সুযোগ না পেয়ে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেয় কলেজের প্রথম বর্ষের ছাত্রটি।
আরও পড়ুন-একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষে দুই ভারতীয় ক্রিকেটার
১৯৯০ সালে পাকিস্তানের হয়ে ৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হানিফ ছেলের মৃত্যু প্রসঙ্গে জানান, " ওর (মহম্মদ জোরাব) বয়স বেশি বলে বার বার ওকে চাপ দেওয়া হয়েছিল। কোচর ব্যবহারই ওকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করে। জানুয়ারি মাসে করাচি অনূর্ধ্ব ১৯ দলের হয়ে লাহোরে খেলার সময় মাঠ থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল জোরাবকে। আর তারপরেই এমন ঘটনা। তবে কোনও রিপোর্টেই জোরাবের সঠিক বয়স সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়