ফ্রান্স ফাইনালে, নায়কের নাম অ্যান্টোনিও গ্রিজম্যান

বিশ্বের সেরা ডিফেন্স চুরমার। দুনিয়ার সেরা গোলকিপার পরাস্ত হলেন দুবার। নায়কের নাম অ্যান্টোনিও গ্রিজম্যান। চুম্বকে এটাই ইউরো দুহাজার ষোলোর দ্বিতীয় সেমিফাইনাল। জোয়াকিম লোর টিমকে দুমড়ে-মুচড়ে দিয়ে ফাইনালে রোনাল্ডো-নানির মুখোমুখি দিদিয়ের দেশঁর দল। সবুজ ঘাসের বুক চিরে যতই দুর্বার গতিতে এগিয়ে গেলেন গ্রিজম্যান, পোগবা, পায়েতরা, ততই গ্যালারিজুড়ে উল্লাসে ফেটে পড়লেন আয়োজক দেশের সমর্থকরা।

Updated By: Jul 8, 2016, 08:41 AM IST
 ফ্রান্স ফাইনালে, নায়কের নাম অ্যান্টোনিও গ্রিজম্যান

ওয়েব ডেস্ক: বিশ্বের সেরা ডিফেন্স চুরমার। দুনিয়ার সেরা গোলকিপার পরাস্ত হলেন দুবার। নায়কের নাম অ্যান্টোনিও গ্রিজম্যান। চুম্বকে এটাই ইউরো দুহাজার ষোলোর দ্বিতীয় সেমিফাইনাল। জোয়াকিম লোর টিমকে দুমড়ে-মুচড়ে দিয়ে ফাইনালে রোনাল্ডো-নানির মুখোমুখি দিদিয়ের দেশঁর দল। সবুজ ঘাসের বুক চিরে যতই দুর্বার গতিতে এগিয়ে গেলেন গ্রিজম্যান, পোগবা, পায়েতরা, ততই গ্যালারিজুড়ে উল্লাসে ফেটে পড়লেন আয়োজক দেশের সমর্থকরা।

আরও পড়ুন ফাইনালে তোলার পিছনে সাত ফুট ১০ ইঞ্চির রোনাল্ডো!

অপ্রতিরোধ্য বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে দুই-শূন্য গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্স। প্রথম হাফের একদম শেষে এবং দ্বিতীয় হাফের বাহাত্তর মিনিটে দুটি গোল করে ম্যাচের নায়ক গ্রিজম্যান।উনিশশো আটান্ন বিশ্বকাপের পর এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক খেলায় জার্মানিকে হারাল ফ্রান্স। 

আরও পড়ুন  শুধু লেখা নয়, বৃষ্টির রাতে শুনুন এক অন্য FM

.