French Open: মেজাজ হারালেন ফেডেরার, খোয়ালেন দ্বিতীয় সেটও

তাঁর কেরিয়ারে মাত্র একবারই ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি।

Updated By: Jun 3, 2021, 10:34 PM IST
French Open: মেজাজ হারালেন ফেডেরার, খোয়ালেন দ্বিতীয় সেটও

নিজস্ব প্রতিবেদন- চলছে ক্লে-কোর্টে ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতা। এবার প্রতিযোগিতা ঘিরে একের পর এক বড় চমক। তারই মধ্যে আজ মেজাজ হারালেন রজার ফেডেরার। সময় নষ্ট করার অভিযোগে আম্পায়ার সতর্কও করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। আসুন, দেখা যাক ঠিক কী হয়েছিল কোর্টে। ম্যাচের দ্বিতীয় সেটে মারিন চিলিচের মুখোমুখি হয়েছিলেন ২০ বারের গ্র্যান্ডস্লামজয়ী টেনিস তারকা।  প্রথম সেট জিতলেও চিলিচের বিরুদ্ধে দ্বিতীয় সেটে ১-৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন রজার ফেডেরার। সেইসময়ে তিনি বারবার কোর্টের পাশে এরিনায় গিয়ে তোয়ালেতে মুখ মুছছিলেন। প্রতিদ্বন্দ্বী চিলিচ মনঃসংযোগ নষ্ট হওয়ায় আম্পায়ারের কাছে আবেদন জানান। আম্পায়ার ফেডেরারকে সতর্ক করলে রেগে যান টেনিস তারকা। প্রতিবাদ করলে আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর।

আরও পড়ুন: ইংল্যান্ডে পৌঁছলেন বিরাটরা, হোটেল থেকে ছবি পোস্ট করলেন Wriddhiman

পরে অবশ্য মারিন চিলিচ এসেই তাঁকে শান্ত করেন। ম্যাচের দ্বিতীয় সেট চলাকালীন চিলিচ বারার অভিযোগ করেন যে, ঠিক সার্ভিসের আগে রজার তাঁকে অপেক্ষা করাচ্ছেন। যখন বিাদ চরমে ওঠে, তখন সেটের ৪০-৪০ পয়েন্টে রজার চিলিচকে অপেক্ষা করান এবং আম্পায়ার ফেডেরারকে সতর্ক করেন। ম্যাচের দ্বিতীয় সেটটি অবশ্য ২-৬ এ হেরে যান ফেডেরার।

ক্লে-কোর্টে কখনই তেমন স্বচ্ছন্দ নন ২০ বারের গ্রাযান্ডস্লামজয়ী। ২০০৯ সালে তাঁর কেরিয়ারে মাত্র একবারই ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি।

.