ইংল্যান্ডে পৌঁছলেন বিরাটরা, হোটেল থেকে ছবি পোস্ট করলেন Wriddhiman
আগামি চার মাস ভারতীয় দলের ঠিকানা এটাই।
নিজস্ব প্রতিবেদন- ভারতীয় দল পৌঁছে গেল ইংল্যান্ডে। বৃহস্পতিবার সকালে লন্ডনে নেমে সেখান থেকে সাদাম্পটনের হোটেলে পৌঁছলেন বিরাট কোহলি ও তাঁর টিম। আগামি চার মাস ভারতীয় দলের ঠিকানা এটাই। সাদাম্পটনে পৌঁছেই হোটেলের ব্যালকনি থেকে টুইটারে ছবি পোস্ট করলেন ঋদ্ধিমান সাহা। নিজের ঘরের বারান্দা থেকে সবুজ ঘাসে ভরা সাদাম্পটনের এজিয়াস বোলের ছবি পোস্ট করেন ঋদ্ধিমান। সঙ্গে লেখেন, ‘আমার ঘরের ব্যালকনি থেকে মাঠের দৃশ্যটা এমনই।‘ ঋদ্ধিমানের পোস্ট করা ছবির তলায় মন্তব্য করেছেন ডেভিড ওয়ার্নার। লিখেছেন, ‘আচ্ছা, এটা কি ৩১৮ নম্বর ঘর?’
That’s our view from the room balcony..Your thoughts? @BCCI pic.twitter.com/0OB0kpwnOY
— Wriddhiman Saha (@Wriddhipops) June 3, 2021
ভারতের মহিলা দলের খেলোয়াড়রাও পুরুষ ক্রিকেট দলের সঙ্গেই ইংল্যান্ডে গিয়েছেন। তাঁদের জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছিল। নানা বিতর্ক পেরিয়ে ক্রিকেটারদের পরিারও গিয়েছে তাঁদের সঙ্গে। ক্রিকেটার এবং তাঁদের পরিবারকে একসঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে হয়েছে। এখন সকলকেই নিভৃতবাসে থাকতে হবে। কোয়ারেনটিন মিটলে তবেই শুরু হবে অনুশীলন।
আরও পড়ুন: বেআইনিভাবে করোনা ওষুধ মজুত করছেন Goutam Gambhir, দিল্লি হাইকোর্টে গেল DGCI
১৮ জুন এই মাঠেই শুরু হবে ভারত-নিউজিল্যান্ড টেস্ট। কেন উইলিয়ামসনকে আটকাতে স্ট্র্যাটেজি কষছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।