ফুলেকো, ২০১৪ বিশ্বকাপ ম্যাসকট
বেশ কিছুদিন নামহীন থাকার পর অবশেষে নাম পেল নীল হলুদ বিখ্যাত সেই আর্মাডিলো। দুহাজার চোদ্দর ফুটবল বিশ্বকাপের ম্যাসকট আর্মাডিলোর নামকরণ করা হল ফুলেকো। ব্রাজিলে ইন্টারনেটে ভোটাভুটির মাধ্যমে এই নাম নির্বাচিত হয়েছে।
বেশ কিছুদিন নামহীন থাকার পর অবশেষে নাম পেল নীল হলুদ বিখ্যাত সেই আর্মাডিলো। দুহাজার চোদ্দর ফুটবল বিশ্বকাপের ম্যাসকট আর্মাডিলোর নামকরণ করা হল ফুলেকো। ব্রাজিলে ইন্টারনেটে ভোটাভুটির মাধ্যমে এই নাম নির্বাচিত হয়েছে।
ভোটাভুটিতে ফুলেকো ছাড়া অ্যামিজেড এবং জুবিলোকেও বিকল্প হিসাবে রাখা কিন্তু ফুলেকোর পক্ষে আটচল্লিশ শতাংশ ভোট পড়েছে। তারপরই ফুলেকো নামটিকে বেছে নিয়েছে ফিফা। ফুলেকো শব্দটি পর্তুগিজ ভাষা ফুটেবল এবং ইকোলজিয়া, এই দুটি শব্দের সংমিশ্রিত রুপ।