Gautam Gambhir As Team India Next Coach: 'ডান ডিল'! গৌতম গম্ভীরই ভারতের কোচ, হটসিটে কেকেআর মেন্টর

Gautam Gambhir As Team India Next Coach: গৌতম গম্ভীরই নাকি ভারতের পরবর্তী কোচ, মঙ্গল সন্ধ্য়ায় চলে এল বিরাট আপডেট      

Updated By: May 28, 2024, 08:14 PM IST
Gautam Gambhir As Team India Next Coach: 'ডান ডিল'! গৌতম গম্ভীরই ভারতের কোচ, হটসিটে কেকেআর মেন্টর
গম্ভীরই হচ্ছেন ভারতের কোচ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল ফাইনালে (IPL Final 2024) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ছিলেন বিসিসিআইয়ের (BCCI) শীর্ষ স্থানীয় ব্য়ক্তিরা। বোর্ড সভাপতি রজার বিনি থেকে সচিব জয় শাহ। রজার-জয়ই শ্রেয়স আইয়ারদের হাতে আইপিএল ট্রফি তুলে দিয়েছেন। এসব পর্ব মিটে যাওয়ার পর একটি ঘটনা নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়েছে। জয়ের সঙ্গে দীর্ঘক্ষণ গম্ভীরকে কথা বলতে দেখা গিয়েছে (Gautam Gambhir Meets Jay Shah)। আর তারপরেই জল্পনা বাড়ল গম্ভীরের পরবর্তী ভারতীয় হেড কোচ হওয়া নিয়ে। সেই আলোচনা থেকে একটি কথাই বাইরে এসেছে। 'দেশ কে লিয়ে করনা হ্য়ায়'! অর্থাৎ দেশের জন্য় করতে হবে। এই কথা জয় না গম্ভীর বলেছেন, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: Team India Next Coach: রোহিতদের কোচিং করাতে চান 'নরেন্দ্র মোদী'! ৩০০০-এর উপর আবেদনে রয়েছে নাম

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রথমসারির এক স্পোর্টস ওয়েবসাইটের রিপোর্ট বলছে যে ,গৌতম গম্ভীরই ভারতের পরবর্তী কোচ। রোহিত শর্মাদের মাথায় বসছেন  কেকেআর মেন্টর। সেই পোর্টালে লেখা হয়েছে, 'আইপিএল ফ্র্যাঞ্চাইজির অত্য়ন্ত হাই-প্রোফাইল মালিক বিসিসিআই-এর টপ বসদের খুবই কাছের। ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরের নিয়োগ প্রায় ডান ডিল বলা যেতে পারে। দ্রুত ঘোষণা হবে। এই বিষয়ে একজন হাই-প্রোফাইল ধারাভাষ্য়কারও কাজ চালাচ্ছেন।' যদিও কোনও সরকারি বিবৃতি এই প্রসঙ্গে আসেনি এখনও। মনে করা হচ্ছে গম্ভীর ও বিসিসিআইয়ের মধ্য়ে বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতা চলছে। অন্য়দের সঙ্গেও কথা হচ্ছে। আসন্ন টি-২০ বিশ্বকাপ শেষ হলেই দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের মেয়াদ শেষ হবে।

দেশের জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওপেনার কখনও কোচিং করাননি কোনও আন্তর্জাতিক দলকে। এমনকী ঘরোয়া ক্রিকেটেও নেই কোচ হওয়ার অভিজ্ঞতা। তবে লখনউ সুপার জায়েন্টসের মেন্টর হিসেবে দু'বারই দলকে তুলেছেন প্লেঅফে। আর এবার তো কেকেআরের দায়িত্ব নিয়েই জেতালেন ট্রফি। ভারতীয় দলের বহু ক্রিকেটারের সঙ্গেই গম্ভীরের সম্পর্ক দুর্দান্ত। ভারত এই বছরের শেষের দিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আগামী বছর রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য়ও লড়বে ভারত। তিন ফরম্য়াটে বিশ্বের অন্য়তম সেরা দলের কোচ হওয়া মোটেই সহজ নয়। প্রত্য়াশার চাপ থাকবে গগনচুন্বী। ২০২৭ সাল পর্যন্ত কোচের রাতের ঘুম উড়বে। ফলে অনেকে এই কঠিন চ্য়ালেঞ্জ নিতেও ভাবছেন বারবার।

আরও পড়ুন: Mitchell Starc: 'দাম তো শুনা হোগা', পঁচিশের মহানিলামেই স্টার্কের জার্সি বদল! ছাড়ার দিনক্ষণও...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.