GOAT কে? সচিন বিরাট না ধোনি? ব্যাখ্যা দিলেন জয়বর্ধনে

মাঠ এবং মাঠের বাইরে চাপ সামলানোর কৌশল আর প্রত্যাশা পূরণটাই আসল বিষয়।

Updated By: Feb 13, 2019, 09:56 AM IST
GOAT কে? সচিন বিরাট না ধোনি? ব্যাখ্যা দিলেন জয়বর্ধনে

নিজস্ব প্রতিবেদন : সর্বকালের সেরা ক্রিকেটার কে? এই বিতর্ক এত তাড়াতাড়ি থামার নয়। বরং এই তর্ক চলতেই থাকবে। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এমনকী কিংবদন্তি সচিনের রেকর্ডও ভাঙতে পারেন কোহলিই, এমন সম্ভবনা দেখছেন বিশেষজ্ঞরাও। তাই আলোচনায় বারবার উঠে আসছে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির মধ্যে Great of All Time বা GOAT কে? সঙ্গে এই বিতর্কে যোগ হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম। প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ভারতের তিন তারকার তুলনা করলেন।

আরও পড়ুন - IND vs AUS 2019: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রোহিত শর্মা!

একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাত্কারে জয়বর্ধনে বলেন, "বিরাটের দক্ষতা কতটা এটা বিষয় নয়। কিন্তু মাঠ এবং মাঠের বাইরে চাপ সামলানোর কৌশল আর প্রত্যাশা পূরণটাই আসল বিষয়। আমরা সচিনের সমসাময়িক বেড়ে উঠেছি, একই অভিজ্ঞতা সচিনেরও হয়েছিল। এবং তার পরবর্তী প্রজন্ম সেটাই দেখতে পাচ্ছে যে প্রত্যাশা ও চাপ দুটোই বিরাট কোহলির কাঁধে। যদিও কিছুটা সময় মহেন্দ্র সিং ধোনি কাজটা করেছিলেন। বিরাট একদল ভালো সতীর্থ পেয়েছে। যদি আপনি কোনও ভারতীয় ক্রিকেট ফ্যানের কাছে জানতে চান তাহলে উত্তর পাবেন যে তাঁরা চায় বিরাট ম্যাচ জেতাক। কারণ পরিস্থিতিটা সবচেয়ে ভালো নিয়ন্ত্রণ করতে পারে কোহলিই।" সেই সঙ্গে মাহেলার মতে,"একজন অধিনায়ক হিসেবে এটা কিন্তু সহজ কাজ নয়। মাঠে অধিনায়কের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে ব্যাটিং করাটাও সমান গুরুত্বপূর্ণ। এই সব সূক্ষ্ম জিনিসগুলোই একজনের ব্যক্তিত্বের পরিচয় দেয়। সে কোনটা ভালো পারে সেটাও বোঝা যায় সহজেই।"

.