ওয়ানডে ক্রিকেটে ভারতসেরা হল মোদীর রাজ্য
দেশের সিংহাসনে এখন একজন গুজরাটি। দেশের ওয়ানডে ক্রিকেটেও এবার সিংহাসনে উঠল গুজরাটিরা। ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে-র পয়লা নম্বর প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফির ফাইনালে দিল্লিকে ১৩৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল গুজরাট। বেঙ্গালুরুতে আয়োজিত ফাইনালে গুজরাটকে চ্যাম্পিয়ন করার নায়ক ব্যাট হাতে পার্থিব প্যাটেল আর বল হাতে জসপ্রিত বুমরাহ।
ওয়েব ডেস্ক: দেশের সিংহাসনে এখন একজন গুজরাটি। দেশের ওয়ানডে ক্রিকেটেও এবার সিংহাসনে উঠল গুজরাটিরা। ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে-র পয়লা নম্বর প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফির ফাইনালে দিল্লিকে ১৩৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল গুজরাট। বেঙ্গালুরুতে আয়োজিত ফাইনালে গুজরাটকে চ্যাম্পিয়ন করার নায়ক ব্যাট হাতে পার্থিব প্যাটেল আর বল হাতে জসপ্রিত বুমরাহ।
ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে-তে প্রথম শতরান আজ ফাইনালেই করলেন গুজরাটের অধিনায়ক পার্থিব প্যাটেল। ১১৯ বলে ১০৫ রানের ইনিংসটাই ফাইনালে পার্থিবকে ম্যাচের সেরার পুরস্কার এনে দিল।
গুজরাটের ২৭৩ রান তাড়া করতে নেমে গৌতম গম্ভীরের তারকাখচিত ব্যাটিং লাইনআপ মাত্র ৩২ ওভারে ১৩৪ রানে শেষ হয়ে যায়। শিখর ধাওয়ান (৫), গম্ভীর (৯) সম্পূর্ণ ব্যর্থ। সেখানে প্রায় অনামী গুজরাটের রুজুল ভাট (৬০), চিরাগ গান্ধীরা (৪৪) বাজিমাত করলেন। গুজরাটের জসপ্রিত বুমরো ৫ উইকেট নেন।