জন্মদিনে বাইচুংকে নিয়ে জানুন ১০টি তথ্য

আজ জন্মদিন ভারতীয় ফুটবলের অন্যতম মুখ বাইচুং ভুটিয়ার। আজ পাহাড়ি বিছের জন্মদিনে তাঁর সম্পর্কে জেনে নিন কয়েকটি অজানা তথ্য।

Updated By: Dec 15, 2015, 11:28 AM IST
 জন্মদিনে বাইচুংকে নিয়ে জানুন ১০টি তথ্য

ওয়েব ডেস্ক: আজ জন্মদিন ভারতীয় ফুটবলের অন্যতম মুখ বাইচুং ভুটিয়ার। আজ পাহাড়ি বিছের জন্মদিনে তাঁর সম্পর্কে জেনে নিন কয়েকটি অজানা তথ্য।

১) বাইচুংয়ের জন্ম সিকিমের তিনকিতামে। সেখানে তাঁর ফুটবল জীবন শুরু হয় তাসি নামগিয়াল অ্যাকাডেমিতে।

২) মাত্র ১৪ বছর বয়সে তিনি যোগ দেন গ্যাংটকের বয়েজ ক্লাবে। সেখানে কোচ ছিলেন তাঁর কাকা কর্মা ভুটিয়া।

৩) ১৯৯৫ সালে তিনি নেহরু কাপে উজবেকিস্তানের বিরুদ্ধে গোল করেন মাত্র ১৯ বছর বয়সে!

৪) ১৯৯৭ সালের ফেডারেশন কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গল ৪-১ গোলে হারায় মোহন বাগানকে। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন বাইচুং।

৫) বাইচুং ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন ক্লাব বারি এফসির হয়ে খেলেন।

৬) ২০০০ সালের ১৫ এপ্রিল বাইচুং প্রথম এশিয়াতে জন্মানো ফুটবলার হিসেবে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে গোল করেন।

৭) বাইচুং ইংল্যান্ড ছাড়াও মালয়েশিয়াতে ফুটবল খেলেছেন। সেখানে প্রথমে পেরাক এফসি আর পরে এমকে সেলাঙ্গোরের হয়ে খেলেন তিনি।

৮) বাইচুং দুবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। একবার ১৯৯৫ এবং অন্যবার ২০০৮ সালে।

৯) ২০০৪ সালের ৩০ ডিসেম্বর বাইচুং বিয়ে করেন মাধুরী টিপনিসকে।

১০) বাইচুং ভারতের হয়ে ১০৪ ম্যাচে ৪০ গোল করেছেন।

 

.