কোভিড ভ্যাকসিন নিয়ে টুইট করে ট্রোলড হরভজন সিং
হরভজন সিং টুইটে কী লিখেছেন?
নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকটি করোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। কিন্তু ভ্যাকসিন আসবে কবে? কোভিড ভ্যাকসিন নিয়ে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের মজার টুইট। আর তাতেই নেটিজেনদের কাছে রীতিমতো ট্রোলড হলেন ভাজ্জি।
PFIZER AND BIOTECH Vaccine:
Accuracy *94%
Moderna Vaccine: Accuracy *94.5%
Oxford Vaccine: Accuracy *90%
Indian Recovery rate (Without Vaccine): 93.6%
Do we seriously need vaccine
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 3, 2020
হরভজন সিং টুইটে কী লিখেছেন? "ভারতে ভ্যাকসিন ছাড়াই কোভিডের সুস্থতার হার ৯৩.৬ শতাংশ। সেখানে ভ্যাকসিনের কার্যকারিতা ফাইজার ও বায়োটেকে ৯৪ শতাংশ। মডারেনায় ৯৪.৫ শতাংশ। অক্সফোর্ড ৯০ শতাংশ। তাহলে কি সত্যিই ভারতে ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে?" সঙ্গে একটা চিন্তার ইমোজি যোগ করে দেন হরভজন সিং।
Do not post such stupid tweets..
If there was a 5% chance that the plane will crash, will u board it?
A recovery rate of 93.6% means 6.4% will get serious/die.
Now calculate the 6.4% of 1.4 billion population!! DO THE MATH!
Learn SCIENCE before tweeting@harbhajan_singh
— Shubham Misra (@SBM_4007) December 3, 2020
দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যে হরভজন সিংয়ের এই টুইট ঘিরে সোশ্যাল মিডিয়ার শোরগোল পড়ে গিয়েছে। কেউ বলছেন, বোকার মত পোস্ট করবেন না!
If everyone in indian cricket team has a MoM award, then India should win all matches.
It doesn't happen that way, bhai. Statistics can be misleading and can help make a fool of ourselves.
— Rupin Sharma IPS (@rupin1992) December 3, 2020
আবার কেউ লিখেছেন, ভ্যাকসিন অতি আবশ্যক। এটা ক্রিকেট ম্যাচ নয়, যে রিভিউ নেওয়া যাবে। এখানে আউট মানে একেবারে চলে যাওয়া।
আরও পড়ুন - গুরুকে শ্রদ্ধার্ঘ শিষ্যের, রমাকান্ত আচারেকরকে নিয়ে আবেগঘন পোস্ট সচিনের