গুরুকে শ্রদ্ধার্ঘ শিষ্যের, রমাকান্ত আচারেকরকে নিয়ে আবেগঘন পোস্ট সচিনের
আচারেকর স্যারের হাত ধরেই মুম্বইয়ের শিবাজী পার্কে বেড়ে ওঠেন আধুনিক ক্রিকেটের ডন সচিন তেন্ডুলকার।
নিজস্ব প্রতিবেদন: শিক্ষক দিবস হোক কিংবা গুরু পূর্ণিমা প্রতিবছরই দেশে থাকলে রমাকান্ত আচারেকরকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিতেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। ২০১৯ সালের জানুয়ারি মাসে রমাকান্ত আচারেকরের প্রয়াণের পর থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুরুকে স্মরণ করেন সচিন। গুরু-শিষ্যের সম্পর্কের এক চিরকালীন দৃষ্টান্ত হয়ে থেকে যাবেন আচারেকর-সচিন জুটি।
আচারেকর স্যারের হাত ধরেই মুম্বইয়ের শিবাজী পার্কে বেড়ে ওঠেন আধুনিক ক্রিকেটের ডন সচিন তেন্ডুলকার। সেই সচিন গুরু রমাকান্ত আচারেকরকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন।
Thinking of a person very close to my heart who helped countless young cricketers, including me, to realise their potential through the power of sport & character.
Thank you for everything, Achrekar Sir. pic.twitter.com/02PQPqCPxI
— Sachin Tendulkar (@sachin_rt) December 3, 2020
টুইটে সেই পোস্টে সচিন লিখেছেন, "আমার হৃদয়ের খুব কাছের এক ব্যক্তির কথা চিন্তা করছিলাম। যিনি আমাকে এবং অসংখ্য তরুণ ক্রিকেটারদের খেলাধুলা ও চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে তাঁদের সম্ভাবনা উপলব্ধি করতে সহায়তা করেছিলেন। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ আচারেকর স্যার।"
আরও পড়ুন - প্রয়াত 'বিশ্বের সেরা অ্যাথলিট' রাফার জনসন