কাল খেললেই সেঞ্চুরি ভাজ্জির

টেস্ট সেঞ্চুরির সামনে হরভজন সিং। চেন্নাইতে ধোনির প্রথম একাদশে হরভজন সুযোগ পেলেই শততম টেস্ট খেলার কীর্তি গড়ে ফেলবেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সম্ভবত শততম টেস্ট খেলার নজির গড়তে চলেছেন হরভজন। ইডেনে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হ্যাটট্রিক করে তিনি তারকা বনে গেছিলেন।

Updated By: Feb 21, 2013, 07:10 PM IST

টেস্ট সেঞ্চুরির সামনে হরভজন সিং। চেন্নাইতে ধোনির প্রথম একাদশে হরভজন সুযোগ পেলেই শততম টেস্ট খেলার কীর্তি গড়ে ফেলবেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সম্ভবত শততম টেস্ট খেলার নজির গড়তে চলেছেন হরভজন। ইডেনে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হ্যাটট্রিক করে তিনি তারকা বনে গেছিলেন।
প্রজ্ঞান ওঝা,অশ্বিনের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে প্রথম একাদশে হরভজনের ঢোকা একপ্রকার নিশ্চিত।এর আগেও গতবছর ইংল্যান্ড সিরিজে কলকাতায় শততম টেস্ট খেলার সম্ভাবণা তৈরি হয়েছিল ভাজ্জির।কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। তিনমাস পর আবার ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে ফেরার সম্ভাবণা উজ্জ্বল টার্বুনেটরের।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবসময়ই রেকর্ড ভাল হরভজন সিংয়ের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষোলটি টেস্টে ৯০টি উইকেট দখল করেছেন হরভজন। চেন্নাইয়ে যদি শততম টেস্ট খেলতে নামেন হরভজন, তবে তিনি হবেন একাদশতম ভারতীয় ক্রিকেটার যিনি এই কীর্তি অর্জন করবেন।
এবার এক নজরে দেখে নেওয়া যাক টেস্টে হরভজনের পরিসংখ্যানঃ-
  
৯৯ টেস্টে ৪০৮ উইকেট পেয়েছেন ভাজ্জি। সেরা আট উইকেটে ৮৪। টেস্টে দশ উইকেট পেয়েছেন পাঁচবার। ব্যাট হাতেও সাফল্য কম নয় দুটি সেঞ্চুরি সহ হরভজনের রান ২১৯১। সর্বোচ্চ ১১৫ রান।
 

.