close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

মুম্বইয়ের রাস্তায় কমলা ল্যামবর্গিনিতে ভাইরাল পাণ্ডিয়া ভাইরা! দেখুন ভিডিয়ো

দুই ভাইয়ের সঙ্গী এখন কমলা রঙের ল্যামবর্গিনি স্পোর্টসকার।

Sukhendu Sarkar | Updated: Aug 18, 2019, 09:34 PM IST
মুম্বইয়ের রাস্তায় কমলা ল্যামবর্গিনিতে ভাইরাল পাণ্ডিয়া ভাইরা! দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : ফুরফুরে মেজাজেই আছেন পাণ্ডিয়া ভাইরা। মুম্বইয়ের রাস্তায় ল্যামবর্গিনি স্পোর্টসকারে নজর কাড়লেন ভারতীয় দলের দুই ক্রিকেটার- হার্দিক পাণ্ডিয়া ও ক্রনাল পাণ্ডিয়া। কমলা রঙের ল্যামবর্গিনি গাড়িতে চড়ে ভাইরালও হলেন পান্ডিয়া ব্রাদার্স।

বিলেতে বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরে বিশ্রামে হার্দিক পাণ্ডিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে এসেছেন ক্রুনাল পাণ্ডিয়া। উইন্ডিজদের বিরুদ্ধে কুড়ি-কুড়ির সিরিজে সেরাও হয়েছেন ক্রুনাল। দেশে ফিরে হার্দিকের সঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছেন ক্রুনালও। দুই ভাইয়ের সঙ্গী এখন কমলা রঙের ল্যামবর্গিনি স্পোর্টসকার।

 

হার্দিক কিংবা ক্রুনাল কেউই অবশ্য এই গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় এখনও পোস্ট করেননি। এক ভক্ত ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মুম্বইয়ের রাস্তায় ল্যামবর্গিনি ড্রাইভ করে এসে দাঁড়ান হার্দিক পান্ডিয়া। এরপর গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন ক্রুনালও। তবে কারোর সঙ্গে কোনও কথা বলেননি দুজনেই।

আরও পড়ুন - শেষ দু'বছরে বিশ্বকাপ সেমি ফাইনালে হারটাই বড় হতাশার, বললেন রবি শাস্ত্রী