Hardik Pandya: চমকে দেওয়ার মতো রেকর্ড,পারেননি যুবরাজও, করে দেখালেন হার্দিক!

হার্দিক প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন।

Updated By: Jul 8, 2022, 12:19 PM IST
Hardik Pandya: চমকে দেওয়ার মতো রেকর্ড,পারেননি যুবরাজও, করে দেখালেন হার্দিক!
হার্দিকের অনন্য রেকর্ড

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই দুরন্ত জয় পেয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। জস বাটলারের টিমকে ৫০ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। সৌজন্যে দলের স্টার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)।ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ফের একবার জাত চিনিয়েছেন হার্দিক। ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলার পাশাপাশি তিনি ৪ উইকেট তুলে নিয়েছেন বল হাতে। খরচ করেছেন ৩৩ রান। ম্যাচের সেরা হার্দিক সাউদাম্পটনের রোজবোলে চমকে দেওয়ার মতো রেকর্ড করেছেন। 

হার্দিক প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন। একই ম্যাচে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি পেয়েছেন চার উইকেট। হার্দিকের কাছাকাছি থাকবেন যুবরাজ সিং। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছিলেন। ওই ম্যাচেই তিনি ২৩ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। হার্দিক বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে টি-২০ ফরম্যাটে দেশের হয়ে একই ম্যাচে ৫০ রান করার পাশাপাশি চার উইকেট পেলেন। এর আগে এই রেকর্ড রয়েছে  ডোয়েন ব্র্যাভো, শেন ওয়াটসন ও মহম্মজদ হাফিজ, সামিয়ুল্লাহ শিনওয়ারির। 

আরও পড়ুন: Sourav Ganguly Dance: লন্ডনের রাস্তায় মধ্যরাতে সৌরভের তুমুল নাচ! মন ছুঁয়ে নিলেন 'মহারাজ'

আরও পড়ুনHardik Pandya: সাউদাম্পটনে ব্যাটে-বলে ধামাকা হার্দিকের, টি-২০ জিতিয়ে টেস্ট ভবিষ্যত নিয়ে বললেন কথা!

আরও পড়ুন Sourav Ganguly Birthday, Sourav Ganguly At 50: জন্মদিনের আগে ফের লর্ডসের ব্যালকনিতে মহারাজ

আরও পড়ুনMahendra Singh Dhoni Birthday, MS Dhoni 41: কী ভাবে 'ক্যাপ্টেন কুল'-কে শুভেচ্ছা জানালেন সচিন, সৌরভ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

 

.