Mahendra Singh Dhoni Birthday, MS Dhoni 41: কী ভাবে 'ক্যাপ্টেন কুল'-কে শুভেচ্ছা জানালেন সচিন, সৌরভ?

মধ্যরাতে ধোনির জন্মদিন উপলক্ষ্যে সারপ্রাইজ সেলিব্রেশনের পরিকল্পনা করেছিলেন তাঁর স্ত্রী সাক্ষী। সেই মতোই মাঝরাতে ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে কেক কাটেন মাহি।   

Updated By: Jul 7, 2022, 08:55 PM IST
Mahendra Singh Dhoni Birthday, MS Dhoni 41: কী ভাবে 'ক্যাপ্টেন কুল'-কে শুভেচ্ছা জানালেন সচিন, সৌরভ?
জন্মদিন উপভোগ করছেন মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দুজনেই ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) মহা তারকা। একজন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), আর একজন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এই দুই প্রাক্তন মহা তারকা এ বার টিম ইন্ডিয়ার (Team India) সর্ব কালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) তাঁর ৪১তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন। 

কাকতালীয় ভাবে এই মুহূর্তে তিন নক্ষত্র ইংল্যান্ডে রয়েছেন। সচিন টুইটারে লিখেছেন, 'একজন ভাল নেতা, সতীর্থ এবং বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। খুব ভাল করে দিনটা কাটাও।'

সৌরভ টুইটারে লিখেছেন, 'শুভেচ্ছা জানাই এক দুর্দান্ত নেতা এবং ভারতের এক অসাধারণ ক্রিকেটার যে সব সময় নিজের সেরাটা দিয়ে দেশের সেবা করেছে।' 

এ দিকে মধ্যরাতে ধোনির জন্মদিন উপলক্ষ্যে সারপ্রাইজ সেলিব্রেশনের পরিকল্পনা করেছিলেন তাঁর স্ত্রী সাক্ষী। সেই মতোই মাঝরাতে ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে কেক কাটেন মাহি। সেই সেলিব্রেশনের মধ্যেই উপস্থিত ছিলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসে অর্ধ শতরান করেছিলেন পন্থ। সাক্ষীর পোস্ট করা ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে, হাসিমুখে মাহির সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি।   

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এখনও মাহি ম্যাজিক বজায় রয়েছে। সেটা তাঁর জন্মদিনের সেলিব্রেশনে দেখা গেল। 

আরও পড়ুন:  Mahendra Singh Dhoni Birthday, MS Dhoni 41: প্রিয় পন্থের সঙ্গে জন্মদিন পালন করলেন 'ক্যাপ্টেন কুল', ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন:  Mahendra Singh Dhoni Birthday, MS Dhoni 41: কীভাবে 'ক্যাপ্টেন কুল'কে শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র শেহওয়াগ? জেনে নিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.