প্রথম টেস্টে হারের বদলা নেওয়ার প্রস্তুতি শুরু ভারতের
প্রথম টেস্টে হারের বদলা নেওয়ার প্রস্তুতি শুরু ভারতের। নেটে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া মনে করে কোহলিদের অনুশীলন। বেঙ্গালুরু টেস্ট শুরুর আটচল্লিশ ঘন্টা আগেই শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট। তবে মাঠের বাইশ গজে নয়। টিম ইন্ডিয়ার নেটে শুরু হয়ে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। আর সেই লড়াইয়ের কমেন্ট্রি করলেন লোকেশ রাহুল। পেস বোলারদের নেটে ব্যাট করছিলেন বিরাট কোহলি। উল্টোদিকে বল করছেন রঘু। রাহুল জানিয়ে দিলেন একজন অসি পেসারের বিরুদ্ধে ব্যাট করছেন কোহলি।
ওয়েব ডেস্ক: প্রথম টেস্টে হারের বদলা নেওয়ার প্রস্তুতি শুরু ভারতের। নেটে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া মনে করে কোহলিদের অনুশীলন। বেঙ্গালুরু টেস্ট শুরুর আটচল্লিশ ঘন্টা আগেই শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট। তবে মাঠের বাইশ গজে নয়। টিম ইন্ডিয়ার নেটে শুরু হয়ে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। আর সেই লড়াইয়ের কমেন্ট্রি করলেন লোকেশ রাহুল। পেস বোলারদের নেটে ব্যাট করছিলেন বিরাট কোহলি। উল্টোদিকে বল করছেন রঘু। রাহুল জানিয়ে দিলেন একজন অসি পেসারের বিরুদ্ধে ব্যাট করছেন কোহলি।
আরও পড়ুন আইপিএলে নয়া নিয়ম, উদ্বোধনী অনুষ্ঠান থাকছে ইডেনেও
করুন নায়ার স্পিনারদের নেটে ব্যাট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে। সেখানেও আপত্তি লোকেশ রাহুলের। তার কমেন্ট্রি অনুযায়ী করুণ খেলছিলেন ন্যাথু লিঁওকে। আসলে কোচ অনিল কুম্বলের নির্দেশে ভারতীয় সেরে ফেলল ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিশ। কুম্বলের ফতোয়ায় আটের পরিবর্তে বারো মিনিট করে এক একটি নেটে কাটালেন ব্যাটসম্যানরা।
আরও পড়ুন ফেসবুক, ট্যুইটারের পর এবার লিঙ্কডইনেও শচিন!