আইলিগ নিয়ে ক্লাবগুলির সঙ্গে বৈঠক এআইএফএফ-এর

সোমবার আইলিগ নিয়ে তাদের পরিকল্পনার কথা জানাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও তাদের মার্কেটিং পার্টনার রিলায়েন্স আইএমজি। মঙ্গলবার আই লিগের ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল তারা।

Updated By: Feb 22, 2012, 10:37 PM IST

সোমবার আইলিগ নিয়ে তাদের পরিকল্পনার কথা জানাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও তাদের মার্কেটিং পার্টনার রিলায়েন্স আইএমজি। মঙ্গলবার আই লিগের ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল তারা। সেখানেই ক্লাবগুলি আই লিগের পরিচালনকমিটিতে তাদের যুক্ত করার দাবি জানায়। ফেডারেশন জানিয়েছে, ক্লাবগুলির সঙ্গে তাদের বৈঠক ফলপ্রসু হয়েছে। তারা আই লিগের উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। ফেডারেশন আর আইএমজি-র পাঠানো যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ক্লাবগুলি তরুণ প্রতিভা তুলে আনার দিকে নজর দেবে। অনূর্ধ সতেরো আর অনূর্ধ উনিশ লিগেও বাড়তি নজর দেবে ক্লাবগুলো। আইলিগকে একটা স্বয়ংসম্পূর্ণ লিগ হিসাবে তুলে ধরার জন্য সোমবার তাদের পরিকল্পনা তুলে ধরছে রিলায়েন্স আইএমজি। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কতদিনের মধ্যে কি কি করা সম্ভব তাও, জানানো হবে আইএমজি-র এই পরিকল্পনায়।

.