চার বলে স্টিভ স্মিথকে আউট করার ফরমুলা বলে ট্রোলড শোয়েব আখতার

আইসিসি-র পেজে এই টুইট করে রীতিমতো ট্রোলড শোয়েব।

Updated By: May 12, 2020, 07:20 PM IST
চার বলে স্টিভ স্মিথকে আউট করার ফরমুলা বলে ট্রোলড শোয়েব আখতার

নিজস্ব প্রতিবেদন:  অজি সুপারস্টার স্টিভ স্মিথকে আউট করতে যেখানে বিশ্বের তাবড় তাবড় বোলারকে হিমশিম খেতে হয় সেখানে এই কাজটা খুব সহজেই করতে পারতেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। এমনই দাবি করে টুইট করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। আইসিসি-র পেজে এই টুইট করে রীতিমতো ট্রোলড শোয়েব।

আইসিসি-র পেজে স্টিভ স্মিথকে আউট করার উপায় বলেছেন শোয়েব আখতার। মাত্র চার বল কিস্তিমাত্ করে দিতে পারতেন শোয়েব। তিনি লিখেছেন, আজকের দিনেও তিনটে পর পর বাউন্সার তারপর চতুর্থ বলে স্টিভ স্মিথ আউট।

শোয়েব আখতারের এই টুইটের পরেই ক্রিকেট ভক্তরা তো সবাই এককাট্টা হয়ে যে সব বলে সোয়েব আখতারকে বিভিন্ন ব্যাটসম্যান বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মেরেছেন সেই সব ছবি এবং ভিডিয়ো দিয়ে ট্রোল করেন। এমনকি মাইকেল জর্ডন পর্যন্ত সেই কথা শুনে না হেসে থাকতে পারেননি।

 

আরও পড়ুন - কোহলি ফেডেরার মতো, আর নাদালের মতো হল স্মিথ: এবি ডিভিলিয়ার্স

 

.